২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিডনিতে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে ভারতের আদানির কয়লা খনি নিয়ে প্রতিবাদ

সিডনিতে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে ভারতের আদানির কয়লা খনি নিয়ে প্রতিবাদ - ছবি : আজকাল

ভারতে আদানি গ্রুপের কয়লা খনি নিয়ে প্রতিবাদ সিডনির মাঠে। শুক্রবার ভারত–অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের ম্যাচের সময় স্টেডিয়ামের বাইরে একদল লোক আদানি গ্রুপের কয়লা খনি নিয়ে প্রতিবাদ শুরু করেন। এদের প্রায় সবারই গায়ে যে টি শার্ট ছিল, তাতে লেখা ছিল ‘স্টপ আদানি’।

ক্রিকেট অস্ট্রেলিয়া মাঠে ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিয়েছে। প্রতিবাদীরা সেই ভিড়েই মিশেছিলেন। খেলা শুরু হওয়ার পর বড় প্ল্যাকার্ড নিয়ে দু’জন ঢুকে পড়েন মাঠের মধ্যে। সেই সময় নভদীপ সাইনি তার ম্যাচের ষষ্ঠ ওভার বল করার জন্য তৈরি হচ্ছিলেন। এই প্রতিবাদীদের হাতেও ছিল পোস্টার। সেখানে লেখা ছিল, ‘কেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক সাধারণ মানুষের টাকা থেকে আদানিকে ১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে?’

প্রতিবাদী দু’জনের মধ্যে একজন পিচের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। সেই সময় মাঠের নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নিয়ে যান। তবে বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

শুক্রবার মাঠের বাইরেও আদানির প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেন অনেকে। প্রতিবাদীদের একজন জানিয়েছেন ‘যে কয়েক লাখ মানুষ আজ খেলা দেখছেন, তাদের জানার অধিকার আছে যে, করদাতাদের টাকা কীভাবে আদানির হাতে তুলে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। এই প্রকল্পটি করলে পরিবেশের যা ক্ষতি হবে, তার বিরুদ্ধে লড়াই করা মুশকিল।’‌

কিন্তু মাঠে লোক ঢুকে যাওয়ার এত পরে নিরাপত্তাকর্মীরা তৎপরতা কেন দেখালেন, সেই নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে।

সাবেক অসি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। নতুন করে নিরাপত্তা বাড়ানোর কোনো প্রয়োজন নেই।’

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement