২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দিল্লি দাঙ্গার চার্জশিটে শুধু বিজেপি-বিরোধীরা

- সংগৃহীত

দিল্লি দাঙ্গার চার্জশিটে একজনও বিজেপি নেতা-কর্মীর নাম রাখল না পুলিশ। অথচ অভিযুক্ত করা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। ১৭ হাজার ৫০০ পাতার চার্জশিট। ছত্রে ছত্রে দাঙ্গার বিশদ বিবরণ। দিল্লি দাঙ্গা নিয়ে এই চার্জশিট আদালতে পেশ করেছে দিল্লির পুলিশ। কিন্তু সেই চার্জশিট নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সরাসরি আঙুল উঠছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের নিরপেক্ষতা নিয়ে।

আদালতে দিল্লি পুলিশ যে চার্জশিট পেশ করেছে, তাতে কেবলমাত্র বিজেপি বিরোধী আন্দোলনের নেতানেত্রীদের নাম। ২০২০ সালের গোড়া থেকে দেশ জুড়েই শুরু হয়েছে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ। দিল্লিতেও তার ঢেউ লেগেছে যথেষ্ট। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সর্বত্রই প্রতিবাদের আগুন জ্বলে উঠছে। ঘটনাচক্রে দিল্লি দাঙ্গায় দিল্লি পুলিশ যতজনের নাম চার্জশিটে রেখেছে তাদের অধিকাংশই নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের প্রথম সারির কর্মী। জেএনইউয়ের ছাত্র নেতা থেকে শুরু করে আপ থেকে সাসপেন্ড হওয়া নেতা সকলকেই অভিযুক্ত করেছে পুলিশ। কিন্তু বিজেপি বা গেরুয়া শিবিরের কাউকে সেখানে রাখা হয়নি। অথচ বিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে সে সময় সরাসরি অভিযোগ উঠেছিল।

বিজেপি নেতা কপিল মিশ্র দাঙ্গা পূর্ব দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন সিএএ নিয়ে যারা জায়গায় জায়গায় আন্দোলন করছেন, তাদের এরপর তুলে দেয়ার ব্যবস্থা করা হবে। পুলিশ নয়, তারাই তুলে দেবেন বলে হুমকি দিয়েছিলেন কপিল। তার কিছু দিন আগে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর 'গোলি মারো শালোকো স্লোগান' দিয়েছিলেন প্রকাশ্যে।

প্রাক্তন পুলিশ কর্তা জুলিও রিবেইরো দুইটি চিঠি দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনারকে। সেখানে তিনি বলেছেন, কী করে কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, প্রবেশ বর্মাকে ছাড় দেয়া হলো? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো না? রিবেইরো পদ্মভূষণ ও রাষ্ট্রপতির পুলিশ মেডেল পেয়েছেন। পুলিশ মহলে তিনি রীতিমতো শ্রদ্ধার পাত্র।

কিছু দিন আগেই একটি রিপোর্ট পেশ করেছে আন্তর্জাতিক অধিকাররক্ষা সংস্থা অ্যামনেস্টি। সেখানে দিল্লি দাঙ্গার জন্য সরাসরি দিল্লি পুলিশকেই অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে, দাঙ্গাকারীদের সঙ্গে হাত মিলিয়েছিল পুলিশের একাংশ। এ বিষয়ে পুলিশের কাছে কৈফিয়তও চাওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ তা নিয়ে কোনও উত্তর দেয়নি। বরং কেন চার্জশিটে ছাত্রদের নাম রাখা হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে পুলিশ। তাদের বক্তব্য, চাক্কা জ্যামের মতো অগণতান্ত্রিক আন্দোলনে সামিল হয়েছিল ছাত্ররা। তারা ২০ কিলোমিটার হেঁটে দাঙ্গাবিধ্বস্ত অঞ্চলে পৌঁছেছিল। তাদের নির্দেশেই স্থানীয় লোকেরা দাঙ্গায় নেমেছিল।

দিল্লি পুলিশের এ হেন চার্জশিট সমস্ত মহলেই প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই বলছে, পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক কারণে এমন চার্জশিট তৈরি করেছে। সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল