১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


অরুণাচল প্রদেশে ৩৭১-এইচ ধারা পরিবর্তন হবে!

-

ভারতের অরুণাচল প্রদেশ থেকে ৩৭১-এইচ ধারা পরিবর্তন হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পরে বিভিন্ন রাজ্যের জন্য সংবিধানের যেসব বিশেষ ধারা কার্যকর রয়েছে তা বাতিল হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু গতকাল (বৃহস্পতিবার) রাজ্যে প্রযোজ্য সংবিধানের বিশেষ বিধান, ৩৭১-এইচ ধারা বাতিল প্রসঙ্গে আশঙ্কা রোধ করার চেষ্টা করেন। তিনি বলেন, এর উদ্দেশ্য হলো রাজ্যের পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়ন। স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে পেমা খান্ডু বলেন, ৩৭১ ধারার বিধানগুলোতে অরুণাচল প্রদেশসহ কয়েকটি রাজ্যের 'অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থ সংরক্ষণ' করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন দল ও সংগঠন আশঙ্কা করছে যে তাদের রাজ্যকে দেয়া বিশেষ মর্যাদাও বাতিল করে দেয়া হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য জানিয়েছেন, সরকারের তেমন কোনো উদ্দেশ্য নেই।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর দাবি, ৩৭১ ধারা অন্তর্ভুক্তি প্রকৃতির কিন্তু ৩৭০ ধারা মূলত বিভাজক। তিনি বলেন, আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই যে, ৩৭১-এইচ ধারা কার্যকর থাকবে। কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে আশ্বাস দিয়েছে।

এরআগে সিকিম থেকে সেরাজ্যের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭১-এফ ধারা বাতিল করার আশঙ্কা দেখা দিলে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, ৩৭১-এফ ধারা বাতিল করা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ওই ধারা অক্ষুণ্ণ থাকবে।

ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে ৩৭১ ধারা কার্যকর রয়েছে। ৩৭১-এ (১৩ তম সংশোধনী, ১৯৬২) ধারা অনুযায়ী নাগাল্যান্ড, ৩৭১-বি ৩৭১ বি (২২ তম সংশোধনী, ১৯৬৯) অসম, ৩৭১-সি (২৭ তম সংশোধনী, ১৯৭১) মণিপুর, ৩৭১-ডি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, ৩৭১- ই অন্ধ্রপ্রদেশ, ৩৭১-এফ, সিকিম, ৩৭১-জি, মিজোরাম, ৩৭১-এইচ, অরুণাচল প্রদেশ, ৩৭১-আই, গোয়া এবং ৩৭১ -জে ধারা অনুযায়ী কর্নাটকের জন্য বিশেষ সুবিধা রয়েছে। এসব ধারা বাতিল করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিলে কেন্দ্রীয় সরকার ওইসব ধারা প্রত্যাহার করা হবে না বলে আপাতত আশ্বাস দিয়েছে। যদিও সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এনিয়ে নানা প্রশ্ন ও জল্পনা ছড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য ৩৭০ ধারা বাতিলের সাফাইতে ‘এক দেশ, এক সংবিধান’ বলে দাবি করেছেন।
সূত্র : পার্স টুডে


আরো সংবাদ



premium cement
ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ

সকল