১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


পরাজয় মেনে মোদিকে অভিনন্দন রাহুল গান্ধীর

রাহুল গান্ধী - ফাইল ছবি

নির্বাচনে পরাজয় মেনে নিয়ে নরেন্দ্র মোদিকে অভিন্দন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার তিনি মোদি ও বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানান। সেই সাথে বলেন, জনগনের রায় মেনে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, এবারের নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট। তারা সাড়ে তিন ‘শর বেশি আসনে জয়ের পথে রয়েছে।

নির্বাচনী ফলাফল পরবর্তী দলীয় অবস্থান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সংবাদ সম্মেলন ডাকেন রাহুল। সেখানে কংগ্রেস সভাপতি বলেন, এটা জনগণের সিদ্ধান্ত। তিনি বলেন, জনগণ পরিষ্কারভাবে তাদের সিদ্ধান্ত দিয়েছে। আমি পরিষ্কারভাবে বলেছি, জনতাই মালিক।

এদিকে রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাব নিয়ে যে খবর মিডিয়ায় প্রকাশ হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সূর্যবালা। তবে সংবাদ সম্মেলনে পরাজয় নিয়ে প্রশ্ন ছোড়া হয়েছিল রাহুলের দিকে। পরাজয়ের দায় নেবেন কি না এমন প্রশ্নে রাহুল গান্ধী বলেন, বিষয়টি দল ও আমার বোঝাপড়ার ব্যাপার। কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও আমি- এই দুই পক্ষের ব্যাপার।

৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০'র বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬।

এদিকে নির্বাচনের জয় লাভ করায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রয়েছেন তাদের তাদের মধ্যে।


আরো সংবাদ



premium cement
বেনাপোল বন্দরে টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকের ২ লাখ টাকায় বিক্রি হওয়ার অভিজ্ঞতা কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৫ গাইবান্ধা শহরে চুরি পট্টিতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই আরব লিগের প্রতি হামাসের আহ্বান গাজায় যুদ্ধবিরতির আদেশ দিতে জাতিসঙ্ঘ শীর্ষ আদালতের প্রতি দ. আফ্রিকার আহ্বান দীর্ঘ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল স্মার্ট চশমায় ‘বিপ্লব’ আনছে গুগল! বৃষ্টিতে ভণ্ডুল ম্যাচ, প্লেঅফে সানরাইজার্স হায়দরাবাদ যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনেও ভারতীয় ‘বিষাক্ত’ ভারতীয় মশলার বিরুদ্ধে কড়াকড়ি গাজায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লিগের

সকল