০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বর্ষীয়ান অভিনেতা কাদের খানের মৃত্যু

-

এবার আর খবরটা গুজব নয়, দুঃসংবাদকে সত্যি করে এবার অন্য এক জগতে পাড়ি দিলেন বলিউডের অন্যতম বর্ষীয়ান অভিনেতা কাদের খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বহু দিন ধরেই কানাডার এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

একটা সময় হিন্দি সিনেমা মানেই তাতে কাদের খানের উপস্থিতি ছিল বাঁধা। তাকে ছাড়া যেন বলিউডের কোনো ছবি-কেই কল্পনা করা যেত না। কিন্তু, গত কয়েক বছর ধরে আর সেভাবে সিনেমার পর্দায় তাকে দেখা যাচ্ছিল না। বয়সের সাথে সাথে হাতে ছবির কাজও কমিয়ে দিয়েছিলেন।

কাদের খানের শেষ ছবি ‘হো গ্যায়া দিমাগ কা দহি’-র পরিচালক ফউজিয়া আরশি জানান, তিন থেকে চার মাস আগে কানাডায় বড় ছেলের কাছে ঘুরতে গিয়েছিলেন তিনি। ২০১৫ সালে কাদের খানের হাঁটু-তে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি হুইল চেয়ারের সাহায্যেই চলাফেরা করতেন। জানা গেছে, সম্প্রতি শ্বাসকষ্টজনিত কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। ছেলে সরফরাজের কাছে কানাডায় তিনি থাকতেন। সেখানেই হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় বিশেষ ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হয় এই বর্ষীয়ান অভিনেতা।

উল্লেখ্য, কিছুদিন আগেই এই অভিনেতার মৃত্যু সম্পর্কে গুজব ছড়িয়ে যায়। যদিও পরে তার ছেলে সরফরাজ জানান যে, তার বাবা আপাতত ভেন্টিলেশনে রয়েছেন। কিন্তু এদিন সেই গুজবের দুঃসংবাদকে সত্যি করেই ইহলোক ছেড়ে গেলেন এই গুণী অভিনেতা।

সূত্র : ওয়ান ইন্ডিয়া


আরো সংবাদ



premium cement