১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘জেতার কোনো আত্মবিশ্বাসই ছিল না’

গতকাল বিসিবিতে সংবাদ সম্মেলনে পাপন -

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে খুব ভালো কিছুর প্রত্যাশা ছিল না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। কিন্তু দল এতটা বাজে খেলবে, তা ভাবতেও পারেননি তিনি। সিলেট টেস্টে বাংলাদেশের খেলার ধরন, ব্যাটসম্যানদের শট নির্বাচন ও মানসিকতা নিয়ে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করলেন বিসিবি প্রধান।
হার-জিত ছাপিয়ে পাপনের আপত্তি দলের খেলার ধরন নিয়ে। এভাবে অসহায় আত্মসমপর্ণ, কোনো তাড়না না দেখানো, উইকেট বিলিয়ে আসা, এসব মানতেই পারছেন না তিনি। ‘সমস্যা পরাজয় নিয়ে নয়। সমস্যা হচ্ছে, যেভাবে তারা হেরেছে, যেভাবে তারা খেলেছে, তাদের যে মাইন্ডসেট, অ্যাটিটিউড, শট নির্বাচন, ফিল্ডিং, ক্যাচ মিস, এটা জঘন্য, বিচ্ছিরি ছিল দেখতে জঘন্য। মনে হয়েছে, হয় তারা এই সংস্করণ খেলতে চায় না, অথবা অন্য কোনো সমস্যা। এটা নিয়ে আমরা কষ্ট পেয়েছি।’
তিনি যোগ করেন, ‘এই ধরনের শট নির্বাচন, এই ধরনের মাইন্ডসেট, এটা টেস্টে যায় না। এরা কেউ বাচ্চা ছেলে নয় যে হঠাৎ করে মাঠে নেমেছে এবং এসব বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এসব নিয়েই আমাদের মন খারাপ হয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্টে ৩৩৮ রানে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসের কোনোটিতে দল পারেনি দুই শ’ ছুঁতে। গোটা ম্যাচে ফিফটি স্পর্শ করতে পারেন কেবল একজন ব্যাটসম্যান, ফিফটি জুটি ছিল মোটে একটি। শেষ ইনিংসে বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটাররা খেলেছেন বাজে শট। প্রতিকূলতায় টিকে ছিলেন কেবল লিটল মাস্টার মুমিনুল হক। এ ছাড়া লড়াইয়ের তাড়না খুব একটা দেখা যায়নি কথিত সেরাদের পারফরম্যান্সে।
চোটের কারণে ছিটকে গেছেন মুশফিকুর রহীম, বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান। তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের তো শেষই দেখছেন অনেকে। সিলেটের পিচও ছিল ব্যতিক্রম। উইকেটে ছিল ঘাসের ছোঁয়া, পেসারদের জন্য ছিল সহায়তা। নিজেরা এই ধরনের উইকেট বেছে নিলেও তাতে মানিয়ে নিতে পারেনি শান্ত বাহিনী।
বিসিবিতে গতকাল মিডিয়ার সামনে এই বিষয়গুলো তুলে ধরেন পাপনও, ‘সবার কাছে যেমন লেগেছে, আমার কাছেও তেমন। অবশ্যই ভালো লাগার কোনো কারণ নেই। হারা-জেতা নিয়ে আমার অতটা ভাবনা নেই। অন্যান্য দেশেও যখন তাদের অভিজ্ঞ ক্রিকেটাররা চলে যায়, নতুন একটা দল আসে, তখন তারা চার-পাঁচ বছর ভুগতে থাকে। তাতে আমাদের দলের অবস্থা অতটা খারাপ হয়নি, যতটা খারাপ অন্য দেশের হয়েছে। সেদিক দিয়ে মোটামুটি ভালো আছে।’
‘দ্বিতীয়ত, উইকেট। পুরো অন্য ধরনের উইকেটে খেলার চেষ্টা করছি। যারা খেলছে, তাদের জন্য নতুন অভিজ্ঞতা। পরের ধাপে যাওয়ার জন্য যা যা করা দরকার, করেছি। কাজেই হারা-জেতাটা গুরুত্বপূর্ণ নয়। কী হয়েছে, সেটা নিয়ে চিন্তিত নই। এটা যে একেবারেই অপ্রত্যাশিত ছিল, তাও নয়। টেস্টে শ্রীলঙ্কার সাথে জিতবই, ওরকম আত্মবিশ্বাস আসলেই ছিল না।’


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল