১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


এই দল নিয়ে গর্বিত হওয়া উচিত : কাবরেরা

-

অল্পের জন্য কিংস এরিনায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পারল না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচে ৫ গোলে হারা জামালরা গতকাল ফিলিস্তিনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৯৩ মিনিট পর্যন্ত স্কোর গোলশূন্য রেখেছিল। এর পরই গোল হজম। এই হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরার বক্তব্য, এই দল নিয়ে সবার গর্বিত হওয়া উচিত। আমার শেষ সময়ের গোলে হেরেছি। কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। এতে জয়ের সুযোগ হাতছাড়া হয়। পুরো দলই পরিস্থিতি সামাল দিয়ে খেলেছে।
কোচ জানান, ফিলিস্তিন অনেকগুলো কর্নার পেয়েছে। আমরা সেগুলো ভালোভাবেই সামাল দিয়েছি। যদিও শেষ পযন্ত শারীরিক শক্তিনির্ভর দলের বিপক্ষে হার এড়াতে পারলাম না। আসলে এটিই ফুটবল। কখনো রেজাল্ট পাবেন কখনো পাবেন না। এখন আমরা জুনের জন্য প্রস্তুত হচ্ছি।


আরো সংবাদ



premium cement