১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মুমিনুলকে ফর্মে ফেরানোর উদ্যোগ

-

তাকেই মনে করা হচ্ছিল টেস্টে বাংলাদেশের এক নম্বর ব্যাটার। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরিও তার। কিন্তু এ বছরের প্রথম থেকেই মুমিনুলকে হকের ব্যাটে শনির দশা। বিশেষ করে তার সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং ফর্ম খুবই খারাপ। ২০২২ সালের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের সাথে ঐতিহাসিক জয়ের ম্যাচে প্রথম ইনিংসে ৮৮ রান করার পর মুমিনুলের ব্যাট থেকে এসেছে মাত্র ( ১৩*, ০, ৩৭, ০ , ২, ৬, ৫ , ২, ৯ , ০ , ০ , ৪ ) ৭৮ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টেও তার ব্যাট কথা বলেনি। ফিরে গেছেন ০ ও ৪ রানে। তাই শেষ টেস্টে একাদশে জায়গা পাননি এ বাঁ হাতি মিডল অর্ডার।
এ দিকে তাকে ফর্মে ফেরাতে বদ্ধপরিকর বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। পাপন ইঙ্গিত দিলেন, মুমিনুলকে রানে ফেরানোর সম্ভাব্য সব চেষ্টাই করা হবে। এমনকি তাকে বাংলাদেশ ‘এ’ দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরেও পাঠানো হতে পারে। বিসিবি প্রধানের কথা, আমি নিশ্চিত মুমিনুল ফিরে আসবে। এতগুলো টেস্ট সেঞ্চুরি করল। এত ভালো একজন ক্রিকেটার। আমরা তাকে শুধু টেস্ট ক্রিকেটারই বলে দিলাম এবং সে টেস্টে অধিনায়কও হলো। হঠাৎ করে প্রায় এক বছর বা ১০ ম্যাচে রান পাচ্ছে না। আমার ধারণা সে যদি একটু ঘরোয়া ক্রিকেটে খেলে তাহলে ফিরে আসবে। একটা একটু সময়ের ব্যাপার।


আরো সংবাদ



premium cement

সকল