০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


জুভেন্টাসের জয়ের ধারা অব্যাহত

-

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসির পর ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’তে আটলান্টার কাছে পরপর দুই ম্যাচে হেরেছে জুভেন্টাস। এরপর ১ ডিসেম্বর জয়ের দেখা পায় দলটি। সেই ধারা অব্যাহত ছিল গত রোববার রাতের ম্যাচেও। সিরি আ’তে আগের ম্যাচে স্বাগতিক সালার্নিতানাকে ২-০ গোলের ব্যবধানে হারানোর পর এবার নিজ মাঠে প্রতিপক্ষ জেনোয়াকেও ২-০ গোলে হারানোর কৃতিত্ব দেখিয়েছে জুভেন্টাস। এই জয়ের পর ১৬ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে অন্যতম শক্তিশালী ক্লাবটির অবস্থান পাঁচে। শেষ ম্যাচে দলের পক্ষে গোল দু’টি করেন জুয়ান কুয়াদ্রাদো ও পাওলো দিবালা। সমান ম্যাচে ১২ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে এসি মিলান।
ম্যানইউয়ের জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে গত রোববার রাতে জয় পেয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইডেট। ১.০ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে। ম্যাচের ৭৭ মিনিটে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রেড। এ পর্যন্ত ১৫ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে রোনালদোর ক্লাবটি আছে টেবিলের ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে ম্যান সিটি শীর্ষে ও লিভারপুল এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। চেলসির অবস্থান তৃতীয়।
পিএসজির ড্র
এ দিকে গত রোববার রাতে লিগ ওয়ানে স্বাগতিক লেনসের সাথে ১-১ গোলে ম্যাচটি ড্র করেছে পিএসজি। ম্যাচের ৬২ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন লেনসের সেকো ফফানা। পিএসজির পক্ষে ম্যাচের অতিরিক্ত দুই মিনিটে গোলটি শোধ দেন জর্জিনিও উইজনাল্ডাম। পরপর দুই ড্র করেও শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসি, নেইমার ও এমবাপ্পের দলটি। এ পর্যন্ত ১৭ ম্যাচে ১৩ জয়ে ৪২ পয়েন্ট অন্যদের ধরাছোঁয়ার বাইরে পিএসজি।


আরো সংবাদ



premium cement