১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


জয়ের ধারায় মোহামেডান আবাহনী

-

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাকিববিহীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ দিকে টানা দুই ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে প্রাইম দোলেশ্বরও। পারটেক্স স্পোর্টিংয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় প্রাইম দোলেশ্বরের। হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃষ্টি আইনে ৭ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। জিতেছে আবাহনী, ব্রাদার্স ও গাজী গ্রুপ।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট হাতে মিডল-অর্ডার ব্যাটস্যান ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরিতে (৬৮) ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে মোহামেডান। জবাবে ওল্ড ডিওএইচএস ১৩.৪ ওভারে ৩ উইকেটে ১০০ রান করে। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। ফলে ৯ রানে জয় পায় মোহামেডান।
প্রাইম ব্যাংককে বৃষ্টি আইনে ৩০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। শাহরিয়ারের ক্যারিয়ার সেরা ৫০ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৯২ রানের কল্যাণে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় আবাহনী।
টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৫০ রান করে শাইনপুকুর। জবাবে ১৮ ওভার শেষে ৪ উইকেটে ১৩২ রান করে ব্রাদার্স। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলেও বৃষ্টি আইনে ১ রানে জয় পায় ব্রাদার্স। ওপেনার মিজানুর রহমান ৫৬ বলে ১০ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭৯ রান করেন।
এ দিকে পারটেক্স ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে। টার্গেটে খেলতে নেমে ৫৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন ফজলে হোসেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ৬ উইকেটে ১৩৭ রান করে রূপগঞ্জ। জবাবে ১৮ ওভার শেষে ৩ উইকেটে ১২৭ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। বৃষ্টি আইনে ৭ উইকেটে জয় পায় শেখ জামাল। ৪ নম্বর মাঠে মাসুম খানের হাফ সেঞ্চুরিতে (৫৯) ৮ উইকেটে ১৩৮ রান করে খেলাঘর। জবাবে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়ে গাজী। কিন্তু এক প্রান্ত আগলে ৯ বল বাকি থাকতে গাজীকে জয়ের স্বাদ দেন অধিনায়ক মাহমুদুল্লাহ (৫৮)।


আরো সংবাদ



premium cement
অগ্রাধিকার পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ও আঞ্চলিক নিরাপত্তা ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরো একজনের মৃত্যু এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!

সকল