২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


অলিম্পিক মশাল হাতে নিতে অনীহা

-

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৮ বছরের জাপানিজ নারী কেন তানাকা। ভাইরাসের কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকের মশাল হাতে নেবেন নাতিনি। তানাকা নামের সেই ব্যক্তির নার্সিং হোম থেকে এক অফিসিয়াল জানায়, এই ইভেন্ট নিয়ে দিন দিন ধোঁয়াশা তৈরি হচ্ছে। আরো একবার লকডাউনের চিন্তা করা হচ্ছে।
গিনেস রেকর্ডধারী তানাকা দক্ষিণ জাপানের ফুকুওকা অঞ্চলের বাসিন্দা। তিনি অলিম্পিকের মশাল হাতে নেয়াদের মধ্যে অন্যতম ছিলেন। মশাল হাতে তোলার কার্যক্রম আগামী ১১ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে ইতোমধ্যে অপারগতা জানিয়েছেন তিনি। জুলাই-আগস্টে হবে অলিম্পিক গেমস।


আরো সংবাদ



premium cement