১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মহিলা ফুটবলে পুল

-

মার্চে মাঠে গড়াচ্ছে মহিলা ফুটবল লিগ। এবার দলের সংখ্যা বাড়ছে। অর্থ খরচ করেই ভালো দল গড়তে যাচ্ছে কয়েকটি নতুন ক্লাব। সর্বশেষ লিগে বসুন্ধরা কিংস মানসম্পন্ন সব ফুটবলারদের দলে টেনে লিগকে একপেষে করে শিরোপা জয় করেছিল। তবে আগামী লিগে আর এই সুযোগ পাবে না কোনো দল। গতকাল মহিলা লিগের ক্লাবদের সাথে আলোচনা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মার্চের মহিলা লিগে পুল প্রথার ইঙ্গিত দেন।
বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানান, ‘আমরা পুল নিয়ে চিন্তা ভাবনা করছি। এতে পুলের খেলোয়াড়দের টাকা কম পাওয়ার সুযোগ নেই। কারন বসুন্ধরা কিংস সহ ফর্টিস এফসি, তমা গ্রুপ ও ওয়ালটন ভালো দল গড়বে।’ কতজন খেলোয়াড়কে নিয়ে পুল হবে এবং এক ক্লাব কতজন পুলের খেলোয়াড়কে দলে টানতে পারবে এ প্রসঙ্গে কিরন জবাব, কতটা দল লিগে অংশ নেবে সেটার উপরই নির্ভর করবে পুলভুক্ত ফুটবলারের সংখ্যার বিষয়।’ তবে এবার গতবারের সাতটির চেয়ে দল আরো বাড়বে এমন ইঙ্গিত দিলেন ফিফার এই কাউন্সিল মেম্বার।


আরো সংবাদ



premium cement