০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সেপ্টেম্বরে দলীয় অনুশীলন

-

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন চলছে ঈদের আগ থেকেই। ঈদের ছুটির পর দ্বিতীয় পর্বের অনুশীলন করছেন ক্রিকেটাররা। সবারই আকাক্সক্ষা দলগত অনুশীলনের। তাকিয়ে আছে বিসিবির দিকে। এ দিকে শ্রীলঙ্কা সফরের কথাবার্তাও একরকম চূড়ান্ত। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর শুরু বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট। সফরের আপডেট ঠিকমতো হলেও জাতীয় দলের অনুশীলন শুরুর দিনক্ষণ ঠিক হচ্ছে না।
বিসিবি থেকে জানানো হয়েছে, সফরসূচি চূড়ান্ত হলেই দলগত অনুশীলন শুরুর দিন-তারিখ ঘোষণা করা হবে। তবে জাতীয় দলের প্রস্তুতি শুরুর দিন মোটামুটি চূড়ান্ত হয়েছে। গতকাল ক্রিকেট অপারেশন, এইচপি, বোর্ড সিইও আর নির্বাচকদের যৌথসভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দেশের মাটিতেই প্রাথমিক অনুশীলন শুরু হবে জাতীয় দলের।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ওই যৌথ সভা শেষে জানান, ‘আগামী ১০-১৪ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় দলের অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ জাতীয় দলের সব বিদেশী কোচ ঢাকায় চলে আসবে। তাদের অধীনেই ১৪ সেপ্টেম্বরের ভেতর শুরু হয়ে যাবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। সব মিলে ৭-৮ দিনের মতো অনুশীলন হবে দেশে।’
আকরাম খানের কথায়, এটি অনেকটা কন্ডিশনিং ক্যাম্পের মতোই হবে। মূল প্র্যাকটিসটা হবে শ্রীলঙ্কা যাওয়ার পর কলম্বোয়। আগামী ২৩ সেপেটম্বর এইচপির ২৪ সদস্যের দল ও জাতীয় দল একসাথে কলম্বোর পথে যাত্রা করবে। জাতীয় দলের অনুশীলনে এইচপির ক্রিকেটাররাও সহায়ক ভূমিকা রাখবেন। ক্রিকেটারদের মোট দুই দফা করোনা টেস্ট দিতে হবে। প্রথমবার দেশে অনুশীলনে নামার আগে। আর পরেরবার ঠিক শ্রীলঙ্কা যাওয়ার আগে দিয়ে।’


আরো সংবাদ



premium cement