০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প

-

৪৫ জন ক্রিকেটার নিয়ে ১৬ আগস্ট বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য অনূর্ধ-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ইয়ং টাইগার্সের নতুন ব্যাচকে এই কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হবে।
ন্যাশনাল গেম ডভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কাওসার জানান , ‘প্রাথমিক পর্বের ৪৫ জন থেকে খেলোয়াড় সংখ্যা কমিয়ে ২৫ থেকে ৩০ জনে নামিয়ে আনা হবে। চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী যুব বিশ^কাপে অংশ নিতে নতুন এই দলটির জন্য সঠিক অনুশীলন সুচি প্রণয়ন করতে চায় বিসিবি। কোভিড-১৯ এর মাহামারীতে ইতোমধ্যে কয়েকটি মাস চলে গেছে। ওই ঘাটতিটুকু পুষিয়ে আনা প্রয়োজন।’
গত বিশ্বকাপে শক্তিশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল বাংলাদেশের যুবারা। বিশ^কাপের আগে সর্বমোট ৩৬টি ম্যাচ খেলেছিল তারা। এবার তাদের উত্তরসূরিদেরও সেই পথে এগিয়ে নিতে চায় বিসিবি। নতুন এই দলের জন্য আমরা অন্তত ৩০টি ওয়ানডে ম্যাচের ব্যবস্থা করতে চায় বিসিবি।

 


আরো সংবাদ



premium cement