১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


হোমেই ভরসা তপু বর্মণের

-

বাংলাদেশের ফুটবলে এখন আপাতত একটাই মিশন। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ে কমপক্ষে দু’টি ম্যাচ জয়, যা তাদের অবস্থান পোক্ত করবে ‘ই’ গ্রুপে। এই মুহূর্তে তাদের পুঁজিতে আছে এক পয়েন্ট। আগামী চার ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেলে টপকানোর সুযোগ প্রতিদ্বন্দ্বী ভারত এবং আফগানিস্তানকে। গ্রুপে এই তিন দলের মধ্যে চার পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আফগানিস্তান। ভারতের পয়েন্ট দুই। এই ভারতের সাথেই অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র বাংলাদেশের। আর তাজিকিস্তানের মাটিতে লাল সবুজদের ০-১ গোলে হার আফগানিস্তানের কাছে। জেমি ডে বাহিনীর এখন মূল টার্গেট হোম ম্যাচে এই দুই দলের বিপক্ষে জয়। যেহেতু নিজ মাঠে খেলা তাই দল দু’টির বিপক্ষে জয়ের আশা বাংলাদেশ দলের। ডিফেন্ডার তপু বর্মণের জয়ের আত্মবিশ্বাসও এই হোম ম্যাচ বলে।
আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিয়েছে জামাল ভূঁইয়ার দল। এমনকি কাতারের বিপক্ষে হোম ম্যাচেও ছিল লালসবুজদের চমৎকার পারফরম্যান্স। এই সবই এখন ৮ অক্টোবর আফগানিস্তান, ১২ নভেম্বর ভারত এবং ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে হোম ম্যাচে প্রেরণা তপু বর্মণের। বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডারের মতে, আমরা আফগানিস্তান ওং ভারতের বিপক্ষে ভালো ম্যাচ খেলেছি। এখন তাদের বিপক্ষে আমাদের খেলা নিজ মাঠে। হোম ম্যাচে আমরা অতিরিক্ত সুবিধা পাবো। তিনি জানান, আফগানদের সাথে তুলনায় গেলে বাংলাদেশ তাদের চেয়ে ভালো দল। যেহেতু অ্যাওয়েতে ভালো করেছি, হেরেছি মাত্র এক গোলে তাই নিজেদের মাঠেও ভালো রেজাল্ট করা সম্ভব হবে। আশা করি ইতিবাচক ফল বয়ে আনবো।
ভারত সম্পর্কে বলেন, তাদের সাথে কলকাতার মাঠে খেলায় আমরা জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম। কিন্তু জিততে পারিনি দুর্ভাগ্যবশত। আমরা এখন ভারতীয় দল সম্পর্কে জানি। তাদের সাথে তেমন পার্থক্য দেখছি না আমাদের দলের। বলব দুই দলই শক্তিতে সমান। তবে যেহেতু এবারের ম্যাচটি বাংলাদেশের মাটিতে তাই সুবিধাটি আমরাই পেতে যাচ্ছি।
এবারের কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ বাজেভাবে হেরেছিল ওমানের কাছে। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর স্কোর লাইন ৪-১। তপুর মতে, মাসকাটে অনুষ্ঠিত সেই ম্যাচটি ছিল আমাদের জন্য সবচেয়ে কঠিন। তবে এবার ওমানীরা বাংলাদেশে খেলতে আসছে। তাদের বিপক্ষে আমরা যদি সবাই শতভাগ দিতে পারি তাহলে ওমানের বিপক্ষেও ইতিবাচক রেজাল্ট আসবে। মোট কথা সামনের তিন হোম ম্যাচেই আশানুরূপ রেজাল্ট করতে চাই।

 


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল