০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


পরিবার শঙ্কিত, তাই পাকি¯Íান যাবো না : মুশফিক

-

পারিবারিক কারণেই আসন্ন পাকি¯Íান সফরে যাচ্ছে না বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। গত শুক্রবার রাতে বিপিএলের ফাইনাল শেষে, আসন্ন পাকি¯Íান সফরে না যাওয়ার কথা জানান তিনি।
পাকি¯Íান সফর নিয়ে আলোচনা শুরুর আগ থেকেই পাকি¯Íান সফরে না যাওয়ার কথা বোর্ডকে জানিয়ে রেখেছিলেন মুশফিক। গতকাল শনিবার বলেন, ‘আমি এরই মধ্যে বলেছি, পাকি¯Íান সফরে আমি যাবো না। আমি অনেক আগেই এমন সিদ্বান্ত নিয়েছি এবং বোর্ডকে জানিয়েছি। এ জন্য বোর্ডের কাছে আমি চিঠিও দিয়েছি। আমার পরিবার পাকি¯Íান সফর নিয়ে চিন্তিত, তারা আমাকে যেতে দিতে চায় না। আমার পরিবার শঙ্কিত, এমন মানসিকতা নিয়ে সেখানে গিয়ে আমি খেলতে পারি না।’ এই উইকেটরÿক ব্যাটসম্যান বলেন, ‘বাংলাদেশের হয়ে না খেলতে পারাটা হতাশার। এর চেয়ে বড় পাপ আমার কাছে নেই।’ শুধু জাতীয় দল থেকেই নয়, পাকি¯Íান টি-২০ লিগ পিএসএলেও নিজের নাম দেননি মুশফিক। তিনি বলেন, ‘পিএসএল পুরোটা পাকি¯Íানে হবে জেনে আমি ওই লিগে আমার নাম দেইনি। পরিবার এটির সাথে একমত হতে পারেনি।’
ভবিষ্যতে পাকি¯Íান সফর করার ইচ্ছা পোষণ করেছেন মুশফিক। তবে আগামী দুই বছরে যদি সেখানকার পরিস্থিতি ভালো হয় বা আরো অন্যান্য দল সেখানে ক্রিকেট খেলে তবেই পাকি¯Íানে যাবে তিনি, ‘আমি একমত যে পাকি¯Íানে পরিস্থিতি উন্নতি হয়েছে। যখন আমি দেখব অন্যান্য দল সেখানে যাচ্ছে, তখন আমি আত্মবিশ্বাসী হয়ে উঠব। আমি আগে পাকি¯Íানে গিয়েছি, ক্রিকেট খেলার সেটি দারুণ জায়গা।’


আগামী ২৪ জানুয়ারি পাকি¯Íানের মাটিতে প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ।

 


আরো সংবাদ



premium cement
চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট ১৪ মে ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু পাঁচ বছর পর সাকিবের সেঞ্চুরি ভূমিহীন আবদুল্লাহর ২ যু‌গের বেশি মস‌জিদে বাস, চান একটি ঘর আনোয়ারায় ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক লজ্জা এড়িয়ে মান বাঁচানো সংগ্রহ জিম্বাবুয়ের গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : সাময়িক বরখাস্ত ৩, ঘটনা তদন্তে ৩ কমিটি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন ঘিওরে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক

সকল