১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


আজ মাঠে ফিরছেন মাহমুদুল্লাহ

-

দুশ্চিন্তা কিছুটা হলেও কেটেছে চট্টগ্রামের। খেলার জন্য ফিট হয়ে গেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং আজই মাঠে নামবেন তিনি রংপুরের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম প্রতিপক্ষ সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সদের কাছে আট উইকেটে হেরেছে। আজ মিরপুরের শেরে বাংলায় বঙ্গবন্ধু বিবিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম। প্রথম ম্যাচে রংপুর মাত্র ৬৮ রানে আউট হয়ে গিয়ে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে হার মেনেছে ১০৫ রানের বড় ব্যবধানে। তবে আরেকটি হার শীর্ষ চারে অবস্থানের পথে সমস্যায় ফেলে দিতে পারে চট্টগ্রামকে। এমন এক পরিস্থিতিতে দলটির সাথে গতকাল পূর্ণ অনুশীলন করেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগের দুই ম্যাচেই অংশ নিতে পারেননি তিনি। কলকাতায় স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এই ইনজুরিতে পড়েছিলেন রিয়াদ। চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত বলেন, তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার অফিসিয়াল রিপোর্ট আমরা হাতে পেয়েছি, যেখানে তাকে খেলায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। পরের ম্যাচেই তিনি আমাদের দলের সাথে মাঠে নামছেন। এটি আমাদের জন্য খুবই ভালো একটি খবর। তিনি এখন শতভাগ ফিট।
কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে মাহমুদুল্লাহ এ গ্রেডের হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি তাকে এক সপ্তাহের বিশ্রামও দিয়েছিল। বোর্ডের প্রধান ফিজিশিয়ান দেবাশিস চৌধুরী বলেন, ইনজুরির সঠিকভাবে উন্নতি ঘটলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়া যাবে না। মুনতাসির বলেন, আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আমাদের পরবর্তী ম্যাচ রংপুরের বিপক্ষে। আগের ম্যাচ প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমাদের জন্য হয়তো খারাপ দিন ছিল। আশা করি আমরা ভালোভাবেই ফিরব।
ওপেনারদের উপর আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। এত কম সময়ের মধ্যে সঠিক কম্বিনেশন খুঁজে বের করাটা চ্যালেঞ্জের ব্যাপার। আমরা আমাদের কম্বিনেশনে সামান্য পরিবর্তন আনতে যাচ্ছি। আশা করি এ ম্যাচে সেরাটা খেলাতে পারব।

 


আরো সংবাদ



premium cement
এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ গফরগাঁওয়ে বজ্রপাতে নারীর মৃত্যৃ সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক কি সবচেয়ে খারাপ সময় পার করছে? লিভারপুলের পরবর্তী কোচ স্লট!

সকল