১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


আমাদের সবার জন্যই বড় অর্জন : আফিফ

-

দাপট দেখিয়েই সাউথ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ জিতেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। লিগ পর্ব ও ফাইনালে সেরা পারফরম্যান্সই প্রদর্শন করেছে বাংলাদেশ। তাই স্বর্ণপদক প্রাপ্যই ছিল বাংলাদেশের। আর এটিকে সবচেয়ে বড় অর্জন বলেই মনে করছেন বাংলাদেশের বাঁ হাতি আফিফ হোসেন। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএর) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আজ নিজ দল রাজশাহী রয়্যালসের প্রথম ম্যাচের আগে আজ এসএ গেমস নিয়েও কথা বলেন আফিফ। তিনি বলেন, ‘আমাদের সবার জন্যই বড় অর্জন। শুরু থেকেই আমাদের ভাবনা ছিল, এটি অর্জন করতে পারলে আমরা অনেক খুশি হতে পারব। আমরা সবাই খুশি।’
দেশের হয়ে স্বর্ণ এনে দিতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবচ্ছেন আফিফ। তিনি বলেন, ‘দেশের জন্য ভালো, এমন কিছু করার সুযোগ সবার ভাগ্যে আসে না। আমাদের জীবনে এই সময়টা এসেছে, আমরা অনেক ভাগ্যবান যে এমন একটি টুর্নামেন্ট খেলতে পেরেছি ও সাফল্য নিয়ে ফিরতে পেরেছি।’
নেপালের শুরুর দিকে কন্ডিশনের সাথে লড়াই করতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। এমনকি উইকেটও কঠিন ছিল বলে জানান আফিফ, ‘আমাদের খেলা দেখতে যতটা সহজ মনে হয়েছে, কাজটা ততটা সহজ ছিল না। শুরুতে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হয়েছে আমাদের। ঠাণ্ডা বেশি ছিল। উইকেট অনেকটাই আলাদা ছিল, কঠিন ছিল। রান করাটা কঠিন ছিল। সব মিলিয়ে পরে আমরা ভালো মানিয়ে নিতে পেরেছি।’
স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এসএ গেমসে খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো এসএ গেমসে খেলতে যাওয়ায় দলের সবাই রোমাঞ্চিত জানিয়ে আফিফ বলেন, ‘আমরা এ রকম টুর্নামেন্ট আগে কখনো খেলিনি। অনেক রোমাঞ্চিত ছিলাম সবাই। শুরু থেকেই সবাই চেষ্টা করেছি চ্যাম্পিয়ন হতে।’

 


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা না দেয়ায় মানববন্ধন চট্টগ্রামে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত ১ ম্যাঙ্গো ক্যালেন্ডারের দ্বিতীয় দিনেও রাজশাহীর বানেশ্বর হাট আমশূন্য ভালুকায় আইসক্রিম কারখানায় রান্নার সময় পাঁচকের মৃত্যু আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কর্মপরিধি-সময়সীমা বাড়ছে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত হয়নি স্বপ্না হত্যার ঘাতক, স্বজনদের মানববন্ধন বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭ বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার গাজা যুদ্ধ : বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলি মন্ত্রিসভা রূপপুরসহ ১০ প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি

সকল