১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


শুটিংয়ে রৌপ্যকন্যা আরদিনার রেকর্ড

-

সাউথ এশিয়ান (এসএ) গেমসের কোনো আসরেই মেয়েদের পিস্তলের একক ইভেন্টে পদক পায়নি বাংলাদেশ। এবার সেটিই করে দেখালেন আদরিনা ফেরদৌস আঁখি। জিতলেন রৌপ্যপদক। শুটিংয়ের রেকর্ডবুকে এই ইভেন্টে নিজের নাম লেখালেন সবার আগে।
এর আগে দু’টি কমনওয়েলথ গেমসে অংশ নিলেও ফাইনাল খেলতে পারেননি আদরিনা। গ্লাসগো এবং গোল্ডকোস্টে টাই করার কারণে দুটোতেই ফাইনালে খেলতে পারেননি। ওখানেও ভাগ্য সহায় ছিল না। এবার পদক জিতে খুশি আদরিনা, ‘ভবিষ্যতে আরও ভালো করার আত্মবিশ্বাস পেলাম এখান থেকে।’
পিস্তলে একক ইভেন্টে পদক না পাওয়ায় হতাশার অন্ত ছিল না। রতœার মতো দেশসেরা শুটার যখন রেঞ্জে ব্যর্থ হলেন, তখন দেশের হয়ে এ ইভেন্টে রৌপ্য পদক জিতে অনন্য এক রেকর্ড গড়লেন আরদিনা ফেরদৌস আঁখি। গতকাল সাতদোবাদো ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সের শুটিং রেঞ্জে আলো ছড়িয়ে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪.৬ স্কোর গড়ে রৌপ্য পদক নিশ্চিত করেন এ শুটার। এ ইভেন্টে ২৩৮.৪ স্কোরে স্বর্ণ পেয়েছেণ ভারতের শ্রী পারমানাথামের গলে। ব্রোঞ্জজয়ী পাকিস্তানের ইবতিসাম আন্নার স্কোর ২১৪.৯।
প্রথম বাংলাদেশী হিসেবে রেকর্ড গড়ার পর আদরিনা বলেন, ‘আন্তর্জাতিক অর্জনে এটাই আমার প্রথম পদক। আমি অনেক আনন্দিত। যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভারতের অনেক প্রতিযোগী ছিল এ ইভেন্টে। তাদের পিছনে ফেলে যে আমি রুপা জিতেছি, তাতে আমি বলব এটা অনেক বড় অর্জন। শুটের সময় স্কোরের দিকে তাকাইনি। আল্লাহ যা রাখছেন তা হবে, এই ব্রত নিয়েই শুট করে সফল হয়েছি।’
প্রতিপক্ষ ভারতের কাছে হারায় মোটেই অখুশি নন আদরিনা, ‘ভারত অনেক সুবিধা পায়। সারা বছর ট্রেনিংয়ে থাকে। অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে। তারা অনেক অভিজ্ঞ। তাদের ম্যাচ টেম্পারমেন্ট আলাদা। সেই হিসেবে আমি বলব আমি ওদের সাথে ভালো ফাইট করেছি। আমার ম্যাচ টেম্পারমেন্ট তাদের চেয়ে অনেক কম ছিল। যে মেডেলটা পেয়েছি, তাতে আমি অবশ্যই খুশি।’
এ দিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয় লালসবুজদের। এ ইভেন্টেও সেরা হয়েছে ভারত। আর রৌপ্য জিতেছে পাকিস্তান। বাংলাদেশের হয়ে আনজিলা, আরদিনা ফেরদৌস ও নিলুফা ইয়াসমিন ব্রোঞ্জ পদক জয় করেছেন। চলতি এ গেমসের শুটিং থেকে এ নিয়ে চতুর্থ রুপা পেল বাংলাদেশ। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত, ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (দলগত) ও মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত থেকে রুপা এসেছিল।


আরো সংবাদ



premium cement
টেকনাফ সীমান্তের কাছে আবারো আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ বিয়ের দাওয়াত দিতে গিয়ে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে গাজা ইস্যুতে ‘পথ হারিয়েছে বিশ্ব’ : জাতিসঙ্ঘ পথের পাশে ফুটে অপরূপ সৌন্দর্যে ‘সোনালু’ ফুল সৌদি আরবে প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু নির্বাচনী শোভাযাত্রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত ‘লাজুক’ স্বভাবের ভেলুপিল্লাই প্রভাকরণ যেভাবে শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায় হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি

সকল