১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


টেস্টে উন্নতির সুযোগ দেখছেন মুমিনুল

-

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আইসিসির নতুন কাঠামোয় র্যাঙ্কিংয়ের সেরা ৯টি দেশ নিজেদের মধ্যে ধারাবাহিকভাবে আগামী দুই বছর সাদা পোশাকে লড়বে। বাংলাদেশ খেলবে ১৪টি ম্যাচ। টানা খেলতে পারলে ক্রিকেটের অভিজাত সংস্করণে উন্নতির সুযোগ দেখছেন মুমিনুল হক, ‘ম্যাচ না খেললে একরকম, কিন্তু খেললে পারফর্ম করার সুযোগ বাড়বে। ফলাফল ভালো করার সুযোগ থাকে। দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে, সুযোগ থাকে রথ্যাঙ্কিংয়ে ওপরের দিকে যাওয়ারও। এ দিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় এটি খুব ভালো একটি সুযোগ।’
লঙ্কান কোচ চন্দিকা হাথুরাসিংহের সময়ে ক্রিকেটারদের নিয়ে একটি প্রিয়-অপ্রিয় বিষয় ছিল। সাবেক এই কোচের প্রিয় ক্রিকেটারদের তালিকা যেমন ছিল, তেমনি অপ্রিয়দের তালিকাও ছিল। অপ্রিয়দের একজন ছিলেন মুমিনুল হক। যিনি বাংলাদেশের টেস্ট স্কোয়াডের নিয়মিত মুখ হলেও হাথুরাসিংহের সময়ে বারবার অবহেলিত হয়েছেন। হাতুরাসিংহের আমলের পর শেষ হয়েছে ইংলিশ কোচ স্টিভ রোডসের যুগও। এবার বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো।
নতুন কোচের আমলে সুযোগ পাওয়া কতটা কঠিন মনে করছেন মুমিনুল? কারণ শুধু টেস্ট ক্রিকেটেই নিয়মিত তিনি। বছরে এত কমসংখ্যক ম্যাচ খেলে ফিটনেস ধরে রাখা কিংবা সুযোগ পাওয়া স্বাভাবিকভাবেই কঠিন। অবশ্য মুমিনুল হক বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তার মতে, ফিটনেস আর পারফরম্যান্স ধরে রাখলে কোচ যেমনই হোক সুযোগ পাওয়া সম্ভব, ‘আমার মতে কোচ কী চাচ্ছেন সেটি নিয়ে চিন্তা না করাটাই ভালো। তার চেয়ে নিজের কাজ ঠিকভাবে করলেই হয়। যেমন আপনি যদি ফিটনেসের দিক দিয়ে বা ব্যাটিং-বোলিংয়ে ভালো করেন তাহলে দুনিয়ার যত ভালো কোচ হোক বা যত খারাপ কোচ হোকÑ আপনাকে এমনিতেই দলে নেবেন। তাই সবার আগে নিজের ফিটনেস ও পারফরম্যান্স ঠিক রাখাই আসল।’
সদ্য বাংলাদেশ দলের দায়িত্ব উঠেছে রাসেল ডমিঙ্গোর কাঁধে। দুই দিনে নতুন কোচকে কেমন দেখলেন। জানতে চাইলে মুমিনুল বলেন, ‘এখনো সেভাবে কথা হয়নি। মাঠের টেকনিক্যাল কোনো বিষয়েও কথা হয়নি। টুকটাক পরিচয় হয়েছি মাত্র। আশা করি, আরো কথা হবে। দেখা যাক পরে কী হয়।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। যেকোনো কন্ডিশনে যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখেন সাকিব-তামিমরা। কিন্তু টেস্টে ঠিক উল্টো অবস্থা। সব কিছুতেই পিছিয়ে। সারা বছরে খুব একটা টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। বড় দলগুলোও বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে আগ্রহী নয়। তাতে এই সংস্করণে দিন দিন পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়াকে বিশেষভাবে দেখছেন মুমিনুল হক। টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে টেস্টে বাংলাদেশের ফোকাস আরো বাড়বে বলে মনে করছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান, ‘আমার মনে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়াতে আমাদের দেশের জন্য অনেক ভালো হয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। টেস্ট ক্রিকেটে আমাদের দেশকে ওভাবে ফোকাস করা হয় না। সে চিন্তা করলে খুবই ভালো হয়েছে। এখন বাংলাদেশ ফোকাসে থাকবে। ম্যাচ খেললে পারফর্ম করার সুযোগ বাড়বে। ফলাফল ভালো করার সুযোগ থাকে, দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। তা ছাড়া রথ্যাঙ্কিংয়ে উপরের দিকে যাওয়ারও সুযোগ থাকে। এ দিক দিয়ে এটি খুব ভালো একটি সুযোগ।’

 


আরো সংবাদ



premium cement
বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার কিরগিজস্তানে থাকা আতঙ্কিত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরতে চায় আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে : মোবারক হোসাইন ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী শিবপুরে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার বন্দীদের মুক্ত করতে আলোচনায় বসুন : নেতানিয়াহুকে বন্দীদের পরিবার প্রাণঘাতী ব্যাকটিরিয়ার তালিকা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্সাতে থাকার ব্যাপারে এখানো আত্মবিশ্বাসী জাভি বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩ দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী

সকল