১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বিশ্বকাপের দুই শিক্ষা ইয়ান চ্যাপেলের কলাম

-

২০১৯ সালের বিশ্বকাপের সবচেয়ে পজেটিভ অর্জন রুদ্ধশ্বাস উত্তেজনায় ঠাসা ৫০ ওভারের ক্রিকেট দ্বৈরথ। বিষয়টি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে উদ্ভাসিত হয়েছে টি-২০ ফরম্যাটের সাফল্যে অন্ধ ক্রিকেট প্রশাসকদের জন্য।
বাজে একটি অধ্যায় থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে ৫০ ওভারের ফরম্যাটে। বোলারদের দুর্দান্ত একটি স্পেলই যথেষ্ট খাদের কিনারা থেকে উঠে আসার ক্ষেত্রে। ২২ গজের উইকেটে উত্থান-পতন সদ্য সমাপ্ত মেগা আসরের অন্যতম আলোচিত ঘটনা। ওয়ানডে ভার্সনের পথচলার সূচনায় ভক্তদের মধ্যে আকর্ষণ তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদানের ভূমিকা পালন করেছে ফিল্ডিং ও রানিং বিট্যুইন দ্য উইকেটের নাটকীয়তা। ব্যাট-বলের লড়াইয়ের অবিচ্ছেদ্য ক্ষেত্র দু’টি কতটা চাঞ্চল্যকর হতে পারে তা মনে করিয়ে দিয়েছে আইসিসির ১২তম মেগা আসর। ফলাফল নির্ধারণে ইংলিশ বিশ্বকাপের বিতর্কিত সমাপ্তিও স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।
ড্রতে সমাপ্ত টুর্নামেন্টের ফাইনালের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে আদর্শনীয় উপকরণ প্রাথমিক রাউন্ডের লড়াইয়ের মধ্যেই রয়েছে। সর্বমোট সংগৃহীত পয়েন্ট কিংবা জয়/পরাজয়ের হিসাবে এগিয়ে থাকা দলের অনুকূলে ফলাফল ঘোষণা সর্বজনবিদিত বিধান। ওভার টাই-এ পরিসমাপ্তির পর ক্রীড়ায় প্রতিষ্ঠিত এই সিস্টেমের প্রয়োগ পুরোপুরি বিতর্কমুক্ত ফাইনাল নিশ্চিত করত। এ ক্ষেত্রে চ্যাম্পিয়ন হতো ইংল্যান্ড। তারা গ্রুপপর্বে খেলায়ও হারিয়ে দেয় কিউইদের।
২০১৯ সালের মেগা আসরেও তোপের মুখে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। প্রযুক্তিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে সেমিফাইনালে ইংলিশ ওপেনার জ্যাসন রয়ের বিতর্কিত আউটকে ঘিরে। সঠিক সিদ্ধান্ত দেয়ার প্রত্যয়ে ক্রিকেটে অন্তর্ভুক্তি ডিআরএস বিধানের। আইসিসির সত্যিকারের চাওয়া যদি অনুরূপ হয় তাহলে প্রযুক্তিটি পরিচালনার সম্পূর্ণ দায়ভারও বুঝে নিতে হবে। ডিআরএস কাভারেজ প্রদানকারী টিভি কোম্পানিকে সরিয়ে দিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার প্রক্রিয়া থেকে। সব দায়-দায়িত্ব বুঝে নিতে হবে আইসিসিকে।
স্মরণীয় বিশ্বকাপ হিসেবে সমাপ্ত টুর্নামেন্টের পর্যালোচনার ক্ষেত্রে দু’টি বিষয়কে প্রাধান্য দেয়া অপরিহার্য হয়ে পড়েছে। প্রথমত ব্যাট-বলে ভারসাম্য নির্ধারণের সবকুটু সুযোগ লুফে নিতে হবে।
এ ক্ষেত্রে কঠোর হওয়ার প্রয়োজন পড়লেও পিছু হাঁটা চলবে না। ভবিষ্যতের টুর্নামেন্টের পিচে বোলারদের সহায়তা নিশ্চিত করতে পারে। দ্বিতীয়ত ডিআরএস সিস্টেমের পুরোপুরি পর্যালোচনা নিশ্চিত করতে হবে। আগামীতে বিতর্কমুক্ত টুর্নামেন্ট নিশ্চিত করতে ডিআরএস সংশ্লিষ্ট দায়-দায়িত্ব বুঝে নেয়ার সময় এসেছে আইসিসির।

 


আরো সংবাদ



premium cement
ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং

সকল