১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ইনডোর হকিতে বাংলাদেশের প্রথম জয়

-

থাইল্যান্ডের মাটিতে ইনডোর হকিতে বাংলাদেশ হকি দলের আগের দুই ম্যাচের ফলাফলে যারা একটু চোখ বাঁকা করেছিলেন তাদের আগাম চিন্তাকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে শিটুল বাহিনী। তৃতীয় ম্যাচেই ফিলিপিনকে ৯-০ গোলে হারিয়ে বুঝিয়ে দিয়েছে লাল-সবুজ দলটিকে যতটা হেয় করা হয় আসলেই তারা ততটা খারাপ নয়। এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থানের জন্য আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে লাল-সবুজরা।
আগের দ্ইু ম্যাচে হেরে কিছুটা উত্তপ্ত ছিল বাংলাদেশের হকি খেলোয়াড়রা। গতকাল তারা সেই উদ্দীপনা কাজে লাগিয়ে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষ ফিলিপিনের ওপর। প্রথমার্ধেই লিড নেয় ৬-০ গোলের। দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল। ডাবল হ্যাটট্রিক করেন মঈনুল ইসলাম কৌশিক। আর এই কাজটি করেন ৪, ৫, ১১, ২০, ৩০ ও ৩৬ মিনিটে। ১৭ ও ৩৩ মিনিটে দুটি গোল করেন রাসেল মাহমুদ জিমি। এছাড়া পেনাল্টি কর্নার থেকে ৯ মিনিটে একটি গোল করেন সহ-অধিনায়ক আশরাফুল ইসলাম।


আরো সংবাদ



premium cement