১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বৃষ্টির ফাঁকে ড্রেসিংরুমে মাশরাফি সাকিব-মুশফিকদের ‘গেম শো’

-

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। বৃষ্টির ফাঁকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে ‘গেম শো’ আয়োজন করে আয়োজকেরা। গেম শো’টি বেশ উপভোগ করেছেন মাশরাফি-সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহরা।
কী ছিল সেই গেম শো’তে? সাত-আটটি কাগজের টুকরায় বিভিন্ন ক্রিকেটারদের নাম লিখে একটি পাত্রে রাখা হয়। খেলার নিয়ম হলো- একটি করে কাগজ তুলতে হবে এবং যে ক্রিকেটারের নাম লেখা থাকবে তার সেরা অ্যাকশন নকল করে দেখাতে হবে।
এই গেম শো’তে প্রথম কাগজ তোলেন সাকিব আল হাসান। কাগজে লেখা নাম দেখেই হাসতে থাকেন তিনি। এরপর ওই ক্রিকেটারের অ্যাকশন নকল করে দেখান সাকিব। সাকিবের নকল অ্যাকশন দেখেই উত্তর দেন মুশফিক। বলেন এই অ্যাকশন আমার।
সাকিবের পর কাগজ তোলেন রুবেল হোসেন। যেই ক্রিকেটারের নাম উঠে তার অ্যাকশন নকল করেন রুবেল। সাথে সাথে আবারো মুশফিক উত্তর দিলেন, ‘এটি মুরালিধারানের অ্যাকশন’।
এরপর কাগজ তোলেন মুশফিক। কাগজে নাম উঠা ক্রিকেটারের অ্যাকশন নকল করেন মুশি। তার নকল অ্যাকশনের উত্তর দিয়ে সাকিব বলেন, ‘এটিই ক্রিস গেইলের শট’।
তার ছক্কা মারার ভঙ্গি সহজেই ধরে ফেলেন সাকিব। বলেন ‘ক্রিস গেইল’।
এরপর সাকিব আবারো একটি কাগজ তুলে নেন। কাগজে উঠা ক্রিকেটারের নাম দেখে নিজের দু’হাঁটুতে হাত বুলাতে থাকেন সাকিব। তা দেখে উত্তর দেন মুশফিক। বলেন, ‘প্লেয়ার ইজ মাশরাফি বিন মর্তুজা’।
মাশরাফির নাম উঠতেই এরপর কাগজ তুলেন বাংলাদেশ অধিনায়ক। কাগজে লেখা খেলোয়াড়ের নাম দেখেই ‘ফ্লাইং কিস’ অভিনয় করেন মাশরাফি। তা দেখেই স্পিনার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদ’। সেঞ্চুরির পর ‘ফ্লাইং কিস’ দিয়েই নিজের দুর্দান্ত মুহূর্তকে উদযাপন করে থাকেন মাহমুদুল্লাহ।
এরপর দু’বার কাগজ তুলে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার অ্যাকশন নকল করেন মিরাজ। আকরামের অ্যাকশন সহজে বলেও দিলেও, লারার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাশরাফি। বলেন, ‘ব্রায়ান লারা ওই রকম করত নাকি, ব্যাডা পাগল। পুল দেখায় এ রকম (লারার মতো পুল শট করে দেখান মাশরাফি)। আর এরপরই শেষ হয় টাইগারদের গেম শো।

 


আরো সংবাদ



premium cement
‘লাজুক’ স্বভাবের ভেলুপিল্লাই প্রভাকরণ যেভাবে শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায় হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২ ভৈরবে র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ দুর্ভিক্ষের কারণে সুদানে মানবিক সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশী সামরিক উপস্থিতি মানব না : হামাস ৩ লাশ উদ্ধারের নেতানিয়াহুর দাবিতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা কিডনির ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ! বিবাহবিচ্ছেদের পথে জেনিফার-বেন!

সকল