১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


সাকিবের জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছা

-

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা তারকা সাকিব আল হাসানের ৩২তম জন্মদিন গেল গতকাল। আইপিএল খেলতে বর্তমানে অবস্থান ভারতে। খেলছেন সানরাইজ হায়দরাবাদের হয়ে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে জন্মদিনের কেক কাটতে না পারলেও আইপিএলের মঞ্চেই উদযাপন করলেন জন্মদিন।
এক সময় ইডেন গার্ডেন্সের ঘরের ছেলে ছিলেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সে কাটিয়েছেন ছয় মওসুম। গতকাল শত্রু হিসেবেই ইডেনে গার্ডেন্সে খেলতে গেলেন। কিন্তু বার্থডে বয় সাকিব আল হাসানকে অনন্য সম্মানে ভূষিত করল ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে নিয়ম অনুসারে ঘণ্টা বাজাতে দেয়া হলো সাকিব আল হাসানকে। লন্ডনে বিখ্যাত লর্ডস স্টেডিয়ামের মতোই কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরুর আগে ঘণ্টা বাজানো হয়। বিশাল সেই ঘণ্টা বাজানোর দায়িত্ব দেয়া হয় বিশেষ কোনো খেলোয়াড় কিংবা বিশেষ কোনো ব্যক্তিকে। ৩২তম জন্মদিন উপলক্ষে সাকিবকেই বাছাই করা হয় ঘণ্টা বাজানোর জন্য। সাকিব যখন ঘণ্টা বাজাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কর্মকর্তারা। তারা সবাই করতালির মাধ্যমে সাকিবের জন্মদিন উদযাপন করেন।
সাকিব দূরে থাকলেও দেশের ক্রিকেটারদের ভালোবাসা ও শ্রদ্ধায় কোনো কমতি ছিল না। জাতীয় দলের ক্রিকেটারেরা দলের অন্যতম সেরা তারকাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে সাকিবকে জানিয়েছেন শুভেচ্ছা ও শুভকামনা। বাংলাদেশ দলের পঞ্চ পাণ্ডবের অন্যতম সদস্য মুশফিকুর রহীম মনে করেন সাকিবের সাথে একই দলে খেলতে পারাটা সৌভাগ্যের। তাই তো সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্প! তোর সাথে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
মুশফিকের মতো সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দলের আরো অনেকেই। বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আইকন। সত্যিকারের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনাকে দলে পেয়েছি, আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় ভালো থাকুন।’
আরেক তরুণ সদস্য মেহেদি হাসান মিরাজ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। দোয়া করি আপনার জীবনের প্রতিটি দিন আশা, ভালোবাসা, আনন্দ-উচ্ছ্বাসে ভরে উঠুক।’
বর্তমান দলের বাইরে থাকা এক সময়ের নিয়মিত মুখ এনামুল হক বিজয় টুইটারে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সব সময় ভালো থাকুন সাকিব ভাই।’

 


আরো সংবাদ



premium cement
ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ

সকল