১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সাকিব নৈপুণ্যে নর্থ জোনের জয়

-

আগের ম্যাচে প্রিতমের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল বিসিবি নর্থ জোন। গতকাল ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে সাকিব শাহরিয়ারের ব্যাটিং নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় পেল নর্থ জোন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৮০ রানে অলআউট হয় সেন্ট্রালের সেনারা। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় নর্থ জোন।
আগে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় সেন্ট্রাল জোন। এরপর দলীয় ১৪ রানে টপঅর্ডারের চারজনকে হারায় দলটি। এ সময় সাজ্জাদ হোসেন মিরাজ ৬ ও আরেক ওপেনার সাজ্জাদ হোসেন শূন্য হাতে সাজঘরে ফেরেন। এ ছাড়া কাউসার হোসেন ৪ ও সিফাত সাদিক খান ১ রান করে আউট হন। শেষদিকে প্রতিরোধ গড়েন মাহফুজুর রহমান রাব্বি এবং এ কে এস স্বাধীন। ৬৪ বলে ৫৩ রান করেন স্বাধীন। এ ছাড়া ৫৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মাহফুজুর রহমান রাব্বি। এর আগে নাঈমুর রহমান খান ২০ ও মাকসুদুর রহমান ১৪ রান করেন। নর্থ জোনের হয়ে শরিফুল ইসলাম হৃদয় ৪টি ও মাহিউল ইসলাম পাটোয়ারী ৩টি উইকেট নেন।
জয়ের জন্য ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৪ রান করে নর্থ জোন। দলটির হয়ে ওপেনার মাহাফিল ইসলাম মিরাজ ২৪ ও অনিক সরকার সেতু ১৯ রান করে আউট হন। এরপর মিডল অর্ডারে রহিম আহমেদ ১১, মেহেরাব হোসেন ১২ ও প্রিতম কুমার ৪ রান করেন। তবে পঞ্চম উইকেটে ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শাকিব শাহরিয়ার। দলের হয়ে ৮০ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জেতান তিনি। তার সাথে ২২ রানে অপরাজিত ছিলেন লিয়ন ইসলাম। ম্যাচ সেরার পুরস্কার পান শাকিব শাহরিয়ার।


আরো সংবাদ



premium cement
৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী ৩২ দিনে ৮ বার বাড়ল স্বর্ণের দাম ইরানি প্রেসিডেন্ট ওই হেলিকপ্টারে ছিলেন না! সফলতার সাথে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি : মেয়র তাপস সৌদির ঐতিহাসিক যে স্থানটিতে ৭ দেশের হাজিরা তাবু স্থাপন করতো ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে সিপাহি আটক গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসহ নিহত ২, চালক আটক

সকল