১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


স্কুল ক্রিকেটে মুশফিকের ৭ উইকেট

-

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেট বোলার মুশফিক হাসানের ৭ উইকেটপ্রাপ্তির সুবাদে লালমনিরহাট জেলায় চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট সরকারি হাইস্কুল। ফাইনালে তারা ১৩৪ রানে চার্চ অব গড হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ১৬ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন চ্যাম্পিয়ন দলের মুশফিক হাসান।
লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬২ রানে অলআউট হয় লালমনিরহাট সরকারি হাইস্কুল। ইনিংস সেরা ৪০ রান করেন রিফাত হাসান, ৩০ রান আসে শাখাওয়াতের ব্যাট থেকে। চার্চ অব গড স্কুলের পক্ষে সাদাত ৪ ও মমিনুল ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে লালমনিরহাট সরকারি হাইস্কুলের ডান-হাতি পেসার মুশফিক হাসানের তোপের মুখে পড়ে মাত্র ২৮ রানেই গুটিয়ে যায় চার্চ অব গড হাইস্কুল। ১৬ রান খরচায় ৭ উইকেট নেন অনূর্ধ্ব ১৬ দলের এ পেসার।
এবার বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেট বোলার হিসেবে কোচ সালাউদ্দিন ও তামিম ইকবালের প্রসংশা কুড়িয়েছেন ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার মুশফিক। অনূর্ধ্ব ১৬ রংপুর বিভাগীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই তরুণ।

 


আরো সংবাদ



premium cement