১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


১২ ডিসিপ্লিন নিয়ে পরিকল্পনা এনএসসির

-

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন প্রায় ১০ বছর। সুতরাং বাংলাদেশের ক্রীড়াজগতের প্রতিটি শাখায়ই তার বিচরণ। তৃণমূল থেকে শিখর পর্যন্ত প্রতিটি স্তরেই তার দৃষ্টি সুবিন্যস্ত ও গভীর। তিনি ভালো করেই জানেন প্রতি বছরই ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের তালিকায় যোগ হয় নতুন নতুন নাম। গত বছরে সংখ্যাটা ৫০ ছাড়িয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের নতুন অ্যাসোসিয়েশন হিসেবে সর্বশেষ অনুমোদন দিয়েছে ‘জুজুৎসু’। তালিকায় ৫৩ নম্বরে রয়েছে কারাতে জুডো তায়কোয়ানডোর মতোই এ খেলাটি। আগাছার মতো গজে ওঠা এসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশন থেকে বাছাই করে ১২টি ফেডারেশন নিয়ে দীর্ঘ মেয়াদে কাজ করবে এনএসসি তথা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম বিভাগ হকির উদ্বোধন করতে এসে এমন কথাই জানালেন যুব ও ক্রীড়া সচিব মুহাম্মদ আবদুল্লাহ।
কয়েক দিন আগে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় বসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সবার কথা শোনার পর আশার বাণী শুনিয়েছেন উৎসাহ দিয়েছেন। পাশাপাশি খারাপ লাগার কথাগুলোও বলেছেন। করেছেন সতর্ক। ৫৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের মাঝে তিনি খোঁজ নিয়ে জেনেছেন ২১টি চলছে অ্যাডহক কমিটি দিয়ে। সে সূত্র ধরে ক্রীড়া সচিব জানান, ‘এভাবে সব ডিসিপ্লিন নিয়ে উন্নতি সম্ভব নয়। যেসব ডিসিপ্লিনে অতীতে আন্তর্জাতিক অঙ্গনে পদক এসেছে, সেসব ডিসিপ্লিনই অগ্রাধিকার পাবে। আমরা সম্ভবনাময় ১২টি ডিসিপ্লিনকে শনাক্ত করেছি। সেগুলো নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাবো।’
পরিকল্পনার অংশ হিসেবে আবদুল্লাহ জানান, ‘তৃণমূল থেকে যুব লেভেল পর্যন্ত সব বিষয়েই কাজ করতে চাই। প্রয়োজনের দেশী ও বিদেশী কোচের অধীনে অনুশীলন হবে। সবাইকেই ক্যাম্পের আওতায় আনতে চাই। বাংলাদেশ সম্ভাবনাময়ের দেশ। শুধু একটু পরিকল্পনা করে অগ্রসর হতে পারলেই কাক্সিক্ষত ফলাফল সম্ভব। আমাদের ক্রীড়াবিদেরাও যথেষ্ট মেধাবী। আশা করছি আন্তর্জাতিক অঙ্গনে তারাই ভালো ফলাফল বয়ে আনবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়ার সাথে বহুবছর ধরেই জড়িত। তাকে একজন দক্ষ সংগঠক বললেও অত্যুক্তি হবে না। কোথায় কী করতে হবে তিনি তা ভালোভাবেই রপ্ত করেছেন। ১২টি ডিসিপ্লিনে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণে যে অর্থ প্রয়োজন সেটিও ম্যানেজ হয়ে যাবে। আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি তা শিগগিরই বাস্তবে রূপ নিবে। ক্রীড়া সচিব হয়ে যখন এসেছি তখন গতানুগতিক ধারার বাইরে ভালো একটা কিছু করে যেতে চাই; যাতে ক্রীড়ার সব বিভাগ নতুন এ রদবদলকে মনে রাখে।’


আরো সংবাদ



premium cement
আমাদেরকে পরকালের জন্য তৈরি হতে হবে : অ্যাডভোকেট জুবায়ের ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা ইরানের দক্ষতা অর্জন করে নিজেদের মানকে উন্নত করতে হবে : আবদুল হালিম বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্য রাতে, চিন্তিত জেলেরা ভোটে জেতার ৬ মাসের মধ্যেই আজাদ কাশ্মিরকে ভারতের অংশ বানাতে চান যোগী পোরশায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের ২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখে বিক্রি ভিন্নভাবে গাজা যুদ্ধের প্রতিবাদ জানালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কটিয়াদীতে চেয়ারম্যান পদে ৪ প্রবীণ ২ নবীনের লড়াই কোহলির পাকিস্তান সফরের আগ্রহে মুগ্ধ আফ্রিদি

সকল