১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


খেলবেন তামিম ঝুঁকিতে সাকিব

-

ক’দিন ধরেই আলোচনা তামিম ও সাকিবকে নিয়ে। উইন্ডিজ সিরিজে থাকবেন কী থাকবেন না। কারণও রয়েছে যথেষ্ট। চোট থেকে সেরে উঠে নতুন আরেক চোটে পড়েছিলেন তামিম ইকবাল। যে চোট জিম্বাবুয়ের বিপে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপে টেস্ট সিরিজেও তামিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। আপাতত তামিম ভক্তরা সব শঙ্কা ঝেড়ে ফেলতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এক রকম নিশ্চিত করেই বলে দিলেন, তামিম থাকছেন ক্যারিবীয়দের বিপে প্রথম টেস্ট থেকেই। তবে চোট আক্রান্ত আরেক ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
তামিম চোটে না পড়লে আসলে ক্যারিবীয়দের বিপে প্রথম টেস্টের দল ঘোষণা হয়ে যেত এক দিন আগেই। তামিমের সর্বশেষ অবস্থা জানার জন্যই যা বিলম্ব হয়েছিল। তবে সব ঠিক থাকলে আজই ঘোষণা হতে পারে বাংলাদেশ দল। গতকাল জিম্বাবুয়ের বিপে মিরপুরে টেস্ট ২১৮ রানে জিতে নেয় বাংলাদেশ। ম্যাচের পর তামিম ইকবালের ক্যারিবীয়দের বিপে প্রথম টেস্টে দলে থাকা নিয়ে পাপন বলেন, ‘তামিম ফিরে আসার সম্ভাবনা আছে প্রথম টেস্টেই। এটা একটা ভালো খবর আমাদের জন্য।’
২২ ডিসেম্বর চট্টগ্রামে ক্যারিবীয়দের বিপে প্রথম টেস্ট। সফরে দু’টি টেস্ট ছাড়াও স্বাগতিকদের বিপে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। তামিম ইকবালকে না হয় প্রথম টেস্টে থেকেই পাওয়া গেল। আরেক সিনিয়র সাকিব আল হাসান ফিরবেন কবে? টেস্ট সিরিজেই থাকবেন কি না সাকিব এমন গুঞ্জনও ছিল। যে কারণে গত বুধবার প্রথম ব্যাটিং অনুশীলনও করেন সাকিব। তাও পুরোপুরি নয়। তবে সাকিব নিজে টেস্ট সিরিজে ফেরা নিয়ে আশার কথা বলেননি। নাজমুল হাসানও জানিয়ে দিলেন টেস্ট ও টি-২০ অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নয়। ‘সাকিবের ব্যাপারে আমরা ঝুঁকি নিতে রাজি না। এটা হলো প্রথম কথা। সেজন্য পুরো বিষয়টি আমরা ছেড়ে দিয়েছি সাকিব, ফিজিও ও ডাক্তারের ওপরে। যতদূর জানি সাকিব প্র্যাকটিস করেছে। সে দেখছে, সে যখন মনে করবে পুরোপুরি ফিট এবং ডাক্তাররা ও ফিজিও ছাড়পত্র দেবে তখন খেলবে।’

 


আরো সংবাদ



premium cement
নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরকান আর্মির গুলিতে বাংলাদেশী নিহত ১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক আজাদ কাশ্মিরে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত, আহত ৯০ বাগাতিপাড়ায় ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু ভিসার অপেক্ষায় ১১ হাজার ১৬৭ হজযাত্রী বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী কুমিল্লায় হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন রাশিয়ায় সেতু ভেঙে নদীতে বাস, নিহত ৭ এসএসসি : পাসের হার যশোর বোর্ডে সর্বোচ্চ, সর্বনিম্ন সিলেটে এসএসসির ফলাফলে কেমন করলেন বাগাতিপাড়ার সেই ৩ নারী ইউপি সদস্য এসএসসি-সমমানের ফলাফলে চ্যাম্পিয়ন যশোর বোর্ড

সকল