১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


হট ফেবারিট লুকা মডরিচ ফিফা দ্য বেস্ট-২০১৮

-

লায়নেল মেসিবিহীন শর্টলিস্ট। সংক্ষিপ্ত তিনে অনুপস্থিতি ব্রাজিলীয় সেনসেশন নেইমারও। বিউটিফুল গেম খ্যাত ফুটবলের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপের বছরের ফিফার বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণীর শীর্ষস্থানীয় পদকের রেসের নিয়ন্ত্রণও রাশান মেগা আসরের শ্রেষ্ঠ পারফরমারদের হাতের মুঠোয়। তবে শেষ পর্যন্ত একজনই বিজয়ী হবেন। কার হতে উঠবে ফুটবলে ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘দ্য বেস্ট ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার’ ২০১৮ সালের ট্রফি? পুরুষদের বিভাগে ফিফার দ্য বেস্ট সিরিজের বর্তমান জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো দখলেই থেকে যাবে প্রেস্টিজিয়াস পুরস্কার? না কি লুকা মডরিচ ও মিসরীয় বিস্ময় মোহাম্মদ সালাহর মধ্য থেকেই কেউ একজন জিতবেন জয়ী হবেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার দ্য বেস্ট সিরিজের দ্বিতীয় ভার্সনের সবচেয়ে আকর্ষণীয় ‘মেন্স ফুটবলার অব দ্য ইয়ার’ পদক?
বাস্তবতা হচ্ছে ফিফার ২০১৮ সালের জমকালো গালা শোর মঞ্চে আনুষ্ঠানিক ঘোষণার পূর্ব পর্যন্ত
সংক্ষিপ্ত তালিকায় থাকা তিনজনেরই সম্ভাবনা থাকবে শ্রেষ্ঠত্বের খেতাব জয়ের। বর্ষসেরা অ্যাওয়ার্ড রেসের শর্টলিস্টের সুপারস্টার ত্রয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মডরিচ ও সালাহর চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে সংশ্লিষ্টজনেদের ভোটাভুটির ফলাফলে। একজনই জয়ী হবেন। ফিফার ২০১৮ সালের ‘দ্য বেস্ট মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার’ উন্মাদনায় মেতে ওঠায় ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি পরিণত হয়েছে সময়ের ব্যাপারে। সব প্রস্তুতি শেষ। আজই অবসান হবে ফুটবলে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে প্রেস্টিজিয়াস খেতাব ফিফার ২০১৮ সালের শ্রেষ্ঠ ফুটবলারকে বরণ করে নেয়ার দীর্ঘ অপেক্ষার। লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলরুমে ফিফার জমকালো গালা শোর বিশেষ পর্বের একে একে বিজয়ীদের নাম ঘোষিত হবে।
সর্বমোট ৯টি ক্যাটাগরির শ্রেষ্ঠ পারফরম্যান্সের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হবে ফিফার বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণীর মঞ্চে। তবে পুরুষদের ‘দ্য বেস্ট মেন্স ফুটবলার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডের চূড়ান্ত ফলাফলেই সব আগ্রহ ভক্তদের। বিশ্লেষকদের বিচারে দ্য বেস্টের রেসের হট ফেবারিট রাশান বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিস্ময়কর উত্থানের রূপকার লুকা মডরিচ। গত মওসুমের কাব ফুটবলেও রিয়াল মাদ্রিদের জার্সিতে মধ্যমাঠে দুর্দান্ত নৈপুণ্য উপহার দেন। স্পেনের দলটির হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ের বিস্ময়কর কৃতিত্ব রচনায়ও অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রাখেন মডরিচ। তার বিরুদ্ধবাদীদের একমাত্র অনুযোগ ব্যক্তিগত গোলের পরিসংখ্যান। এক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব অক্ষুণœ রাখায় কঠিন প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হয়েছে সংক্ষিপ্ত তিনে মোহাম্মদ সালাহর উপস্থিতিতে। গত মওসুমে সব ফরম্যাটের ফুটবলে সবমিলিয়ে ৪৪ গোল করার বিরল কৃতিত্ব রচনা করেন অল রেড অ্যাটাকার। রোনালদোও ৪৪ গোলে সমাপ্ত করেন ২০১৭-১৮ মওসুম। ফিফার দ্য বেস্ট মেন্স অ্যাওয়ার্ডের চূড়ান্ত বিজয়ী নির্ধারণে ২৫ শতাংশ ভোটাধিকার সংরক্ষিত ভক্তদের জন্য। অবশিষ্ট ৭৫ শতাংশের বণ্টন সংবিধান অনুযায়ী করে থাকে ফিফা।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল