১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ফিরমিনোর গোলে লিভারপুলের নাটকীয় জয়

-

রবার্তো ফিরমিনোর স্টপেজ টাইমের গোলে অ্যানফিল্ডে প্যারিস সেইন্ট-জার্মেইকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সূচনা করেছে গতবারের রানার্সআপ লিভারপুল। নাটকীয়তা সত্ত্বেও গতবারের ফাইনালিস্টরা পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেই জয় ছিনিয়ে নিয়েছে, কালকের রাতে এ জয়টা তাদেরই প্রাপ্য ছিল। দুই গোলে পিছিয়ে থেকেও প্রথমার্ধেই পিএসজিকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন থমাস মেনিয়ার। এর আগে ম্যাচে আধা ঘণ্টার মধ্যে ড্যানিয়েল স্টুরিজ ও জেমস মিলনারের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক লিভারপুল। পুরো ম্যাচে প্রায় নিষ্প্রভ ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। ম্যাচ শেষের সাত মিনিট আগে মোহাম্মদ সালাহ একটি বাজে পাস দিতে গিয়ে লিভারপুলকে চরম মূল্য দিতে হয়। সুযোগ সন্ধানী এমবাপ্পে নেইমারের সহায়তায় পিএসজিকে সমতায় ফেরান। কিন্তু বদলি বেঞ্চ থেকে উঠে আসা ফিরমিনো দুর্দান্ত এক গোলে লিভারপুলকে সব মিলিয়ে মওসুমে ষষ্ঠ জয় উপহার দিলেন। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগেও ইংলিশ জায়ান্টরা শুভ সূচনা করল। শনিবার টটেনহ্যামের বিপক্ষে বাম চোখে আঘাত পাওয়ায় কাল ফিরমিনোকে বদলি বেঞ্চে রেখেছিলেন লিভারপুল বস জার্গেন কপ। ম্যাচ শেষে ফিরমিনোর দারুণ প্রশংসা করেছেন কপ।
চ্যাম্পিয়ন্স লিগের গত দুই মওসুমে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ সফরে পিএসজির অভিজ্ঞতা খুব একটা ভালো না। নতুন কোচ থমাস টাচেলের অধীনে এবারো তাদের এই প্রতিযোগিতায় চ্যালেঞ্জটা কতটুকু শক্তিশালী হবে সেটি নিয়েও প্রশ্ন আছে। বিশেষ করে মধ্যমাঠে লিভারপুলের গতি ও শক্তির কাছে বারবার তারা যেভাবে পরাস্ত হয়েছে তাতে পিএসজির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যায়। যদিও পরাজয়ের পর টাচেল বলেছেন, ‘ম্যাচের কোনো সময়ই আমরা আত্মবিশ্বাস হারায়নি। আমরা শক্তি ও সাহসিকতার সাথে পুরো ম্যাচে খেলেছি। কিন্তু বুঝতে হবে এটি অ্যানফিল্ড। এখানে লিভারপুল কী করতে পারে সেটি সবাই জানে। যেকোনো সময়ই তারা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে।’
লিভারপুলের আক্রমণভাগে ফিরমিনোর অনুপস্থিতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো মূল একাদশে স্টুরিজকে জায়গা করে দেয়। ম্যাচ শেষে স্টুরিজ বলেছেন, ‘আজ দলের জন্য অবদান রাখতে পেরে আমি দারুণ খুশি। নিজেদের মাঠে সবাই সেরাটা দিতেই মুখিয়ে থাকে, আজো তার ব্যতিক্রম ছিল না।’
৬ মিনিট পরে ডি বক্সের ভিতর গিওর্জিনিও উইজনালডামকে ফাউল করার অপরাধে হুয়ান বারনাটের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন তুরষ্কের রেফারি কানেট কাকির। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিলনার। ৪০ মিনিটে বেলজিয়ান রাইট ব্যাক মেনিয়ারের ভলিতে এক গোল পরিশোধ করে পিএসজি। ম্যাচ শেষের সাত মিনিট আগে সালাহর একটি ভুল পাসে নেইমার বল পেয়ে এমবাপ্পের দিকে বাড়িয়ে দেন। সেই বলে দলকে সমতায় ফেরাতে কোনো ভুল করেননি তরুণ এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ৭২ মিনিটে স্টুরিজের বদলি হিসেবে মাঠে নামা ব্রাজিলিয়ান তারকা ফিরমিনোর গোলে শেষ হাসি নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকেরা।

 


আরো সংবাদ



premium cement
আবারো ভারতের নির্বাচন তাপপ্রবাহের মুখে, সতর্ক করল আবহাওয়া ব্যুরো সব বন্দীকে ফিরিয়ে আনব : নেতানিয়াহু বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু বোরোর ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী আত্মরক্ষার অধিকার বৈধতা দেয় না গণহত্যাকে চার বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী সার্বিয়া ডিমের ডজন ১৫০ ছাড়িয়েছে, নাগালে আসছে না মাছ ও সবজি যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না : মার্কিন উপ-মুখপাত্র শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

সকল