১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


হোম অ্যান্ড অ্যাওয়ের ঢাকা জেলা ফুটবল লিগ

-

হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলতে ভীষণ আপত্তি ঢাকার ক্লাবগুলোর। তাই প্রতিবারই নানা অজুহাতে তারা অসম্মতি জানায় ঢাকার বাইরে গিয়ে ম্যাচ খেলতে। ফলে পেশাদার লিগ খ্যাত বাংলাদেশ প্রিমিয়ার লিগ পরিণত হয়েছে কার্যত ঢাকা লিগে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ তো জন্ম থেকেই ঢাকাকেন্দ্রিক। অথচ এএফসির নিয়মানুযায়ী এসব পেশাদারি লিগ হতে হবে হোম অ্যান্ড অ্যাওয়েতে। অবশ্য এএফসি কঠোর হওয়ায় আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৫-৬ ভেনুতে হবে। এমনটি জানিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। শেষ পর্যন্ত পেশাদার লিগ কমিটি এ অবস্থানে বহাল থাকলেই হলো। বাংলাদেশের সর্বোচ্চ এই দুই লিগে যখন হোম অ্যান্ড অ্যাওয়েতে তীব্র আপত্তি তখন দারুণ প্রশংসার কাজ করে বসেছে ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। তারা যৌথভাবে ঢাকার পাঁচ উপজেলাকে নিয়ে শুরু করেছে হোম অ্যান্ড অ্যাওয়ের ঢাকা জেলা ফুটবল লিগ। ১৭ জুলাই থেকে শুরু হয়েছে তা। আসরের স্পন্সর বেক্সিমকো। তাই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে বেক্সিমকো ঢাকা জেলা লিগ। এ নিয়ে ষষ্ঠ আসর মাঠে গড়িয়েছে।
ঢাকার পাঁচ উপজেলা সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ এই পাঁচ উপজেলাকে নিয়ে এ আসর। ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি আবদুর রহিম জানান, আগে সিঙ্গেল লিগভিত্তিক হতো এই টুর্নামেন্ট। এবার ডাবল লিগে মোট খেলা হবে ২১টি। তিনি আরো তথ্য দেন, এ আসরে বিদেশী ফুটবলাররা তো নিষিদ্ধই, এমনকি বাংলাদেশ প্রিমিয়ার ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের কোনো ফুটবলারেরও এখানে খেলার অনুমতি নেই। প্রতিযোগিতায় অংশ নেয়া সব ফুটবলারের বয়স ২০-২১ এর মধ্যে। তা বাফুফের নির্দেশেই।
১৭ জুলাই সাভার ও ধামরাইয়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরদিন নবাবগঞ্জকে ২-০ গোলে হারায় কেরানীগঞ্জ। ১৯ জুলাই দোহারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ধামরাই। গতকাল খেলা ছিল না। আবদুর রহিম জানান, আসরের বাজেট আট লাখ টাকা। এর মধ্যে স্পন্সর বেক্সিমকো দেবে ৫ লাখ টাকা।


আরো সংবাদ



premium cement
অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ

সকল