১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


গ্লিটার নেইলপলিশ  

-

নখের গোড়ার দিকে ঘন করে গ্লিটার লাগিয়ে আগার দিকে একদম হালকা করে লাগাতে পারেন, শেডের মতো হবে। এ ক্ষেত্রে খালি নখেও সরাসরি গ্লিটার নেইলপলিশ লাগানো যায়, আবার অন্য কোনো রঙের নেইলপলিশের উপরেও গ্লিটার লাগানো যায়। লিখেছেন
তাসফিয়া তাজিন
হাত পায়ের নখ সাজানো বা রাঙিয়ে তোলা সময় ও শ্রমসাধ্য ব্যাপার হলেও নারীদের জন্য এটি একটি থেরাপির মতো কাজ করে। অফিস হোক বা পার্টির সাজ, নখ সাজানো কখনোই বৃথা যায় না, দেখতে যেমন সুন্দর দেখায়, মনও উৎফুল্ল থাকে। ইদানীং গ্লিটার নেইলপলিশের দিকে মেয়েরা খুব ঝুঁকেছেন। এই ট্রেন্ডটি গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। যেকোনো জায়গায় যেকোনো উপলক্ষ সামনে রেখে নারীরা গ্লিটার নেইলপলিশে নখ সাজাচ্ছেন। কেউ কেউ সব আঙুলের নখেই গ্লিটার নেইলপলিশ লাগাচ্ছেন, কেউ বা শুধু হাতের একটি আঙুলে লাগাচ্ছেন। আর অন্য আঙুলে থাকছে গ্লিটারবিহীন নেইলপলিশ। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো স্টাইল বেছে নিতে পারেন। হাতের তর্জনিতে বা অনামিকায় অথবা কড়ে আঙুলে গ্লিটার নেইলপলিশ লাগিয়ে বাকি আঙুলগুলোতে পছন্দমতো যেকোনো রঙের নেইলপলিশ লাগাতে পারেন। এ ক্ষেত্রে কন্ট্রাস্ট রঙ বেছে নিলে গ্লিটার ফুটবে ভালো। এ ছাড়াও নখের গোড়ার দিকে ঘন করে গ্লিটার লাগিয়ে আগার দিকে একদম হালকা করে লাগাতে পারেন, শেডের মতো হবে। এ ক্ষেত্রে খালি নখেও সরাসরি গ্লিটার নেইলপলিশ লাগানো যায়, আবার অন্য কোনো রঙের নেইলপলিশের উপরেও গ্লিটার লাগানো যায়। এ ক্ষেত্রে নিচের প্রলেপটির রঙ গাঢ় বা হালকা যেকোনো ধরনের হতে পারে। এ ছাড়া আরেকটি স্টাইল হতে পারে শুধু নখের শেষপ্রান্তে নখের বাড়তি অংশের ওপর গ্লিটার লাগানো যায়। এ ক্ষেত্রে নিচের নেইলপলিশের রঙটি হালকা ন্যাচারাল রঙের হলে বেশি মানায়।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত ১ ম্যাঙ্গো ক্যালেন্ডারের দ্বিতীয় দিনেও রাজশাহীর বানেশ্বর হাট আমশূন্য ভালুকায় আইসক্রিম কারখানায় রান্নার সময় পাঁচকের মৃত্যু আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কর্মপরিধি-সময়সীমা বাড়ছে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত হয়নি স্বপ্না হত্যার ঘাতক, স্বজনদের মানববন্ধন বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭ বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার গাজা যুদ্ধ : বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলি মন্ত্রিসভা রূপপুরসহ ১০ প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি হোসেনপুরে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে ৩০ শিক্ষার্থী

সকল