০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ইন্টেরিয়র ডিজাইনে হার্ডওয়্যার সামগ্রী : অন্দর সজ্জা

-

ইন্টেরিয়র ডিজাইনের কাজের সাথে হার্ডওয়্যার সামগ্রীর ব্যবহার অঙ্গাঙ্গীভাবে জড়িত। সময়ের পরিবর্তনের সাথে সাথে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজেও যেমন ব্যাপক পরিবর্তন এসেছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে তেমনি হার্ডওয়্যার সামগ্রীতেও এসেছে নতুনত্ব, এসেছে বৈচিত্র্য। যেকোনো ফার্নিচার তৈরি করার পর একে পরিপূর্ণ রূপদান ও ব্যবহার উপযোগী করতে হার্ডওয়্যার সামগ্রী ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে। যেমন কবজা, হ্যান্ডেল, সিটকিনি, কল, লক, স্ক্রু, তারকাঁটা, চ্যানেল, পাইপ, স্কেল, করাত, বাটালি ইত্যাদি।
বর্তমান সময়ে বাসাবাড়ি, অফিস-আদালত, ব্যাংক-বীমা, রেস্টুরেন্ট প্রভৃতি জায়গায় প্রচুর দৃষ্টিনন্দন ইন্টেরিয়র ডিজাইনের কাজ হয়ে থাকে। ইন্টেরিয়র ডিজাইন মূলত একটি সুপরিকল্পিত কাজ। কোথায় কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করলে যুক্তিযুক্ত হবে তার একটা পরিকল্পনা আগেই নির্ধারণ করা হয়। তাই অন্দরসজ্জায় হার্ডওয়্যার সামগ্রী একটি গুরুত্বপূর্ণ অংশ।
কোথায় পাওয়া যাবে : ফার্নিচারের জন্য প্রয়োজনে দেশের প্রায় সব জায়গাতেই হার্ডওয়্যার সামগ্রী পাওয়া যায়। তবে ইন্টেরিয়র ডিজাইনের কাজ সুপরিকল্পিত, আধুনিক ও দৃষ্টিনন্দন হওয়ায় এই কাজে ব্যবহার হওয়া হার্ডওয়্যার সামগ্রীও একটু দৃষ্টিনন্দন হয়ে থাকে। ঢাকা শহরসহ দেশের প্রায় সব শহরেই হার্ডওয়্যার সামগ্রী পাওয়া যায়। ঢাকা শহরের কাওরান বাজার, ফার্মগেট, বনানী, উত্তরা, মিরপুর, বাড্ডা, পল্টন, যাত্রাবাড়ী প্রভৃতি স্থানে হার্ডওয়্যার সামগ্রী পাওয়া যায়। তবে বাংলাদেশের সবচেয়ে বড় হার্ডওয়্যার সামগ্রীর মার্কেট কাওরান বাজার। কাওরান বাজারের কাব্যকস মার্কেটে একসাথে অনেক দোকানে খুচরা ও পাইকারি দামে পাওয়া যাবে আপনার পছন্দের হার্ডওয়্যার সামগ্রী।
ইন্টেরিয়র ডিজাইনার
লাইভ ডিজাইন


আরো সংবাদ



premium cement