২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীতে

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীতে - ছবি : সংগৃহীত

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ রোববার ভোর থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম জানান, আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গীর ইজতেমা মাঠ-সংলগ্ন রাস্তাগুলো বন্ধ থাকবে।

আখেরী মোনাজাতে যে রোডগুলো বন্ধ থাকবে- কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ আবদুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইলের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে ৩০০ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন।

আখেরি মোনাজাতের দিন আজ সকাল থেকে মুসল্লিদের সুবিধার্থে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাস্থল পর্যন্ত বিআরটিসি ও ব্যক্তি মালিকানাধীন প্রায় ১০০ (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করবে।


আরো সংবাদ



premium cement