২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাবা সন্তানকে যেভাবে কাজের আদেশ করবেন

- ছবি : সংগৃহীত

আল্লামা তাহের বিন আব্দুর রশিদ বুখারি রহ. লিখেন, প্রত্যেক বাবার এটা জানা উচিৎ যে যখন তিনি তার সন্তানকে কোনো কাজের আদেশ দেয়ার ইচ্ছা করবেন, তখন সন্তানকে সরাসরি হুকুম না দিয়ে এভাবে বলবেন, ‘বেটা, যদি তুমি এ কাজটি করো তাহলে ভালো হবে।’

কেননা, বাবা যদি সন্তানকে সরাসরি আদেশ দেন এবং এভাবে বলেন, ‘বেটা, তুমি এই কাজটি করো’ ,তখন সন্তান যদি কোনো কারণে তা করতে না পারে তাহলে সে নাফরমানি ও অবাধ্যতার কারণে কবিরা গোনাহের ভাগিদার হবে। কিন্তু প্রথম অবস্থায় সে যদি কোনো কারণে কাজটি করতে নাও পারে তাহলেও সে গোনাহগার হবে না। (কারণ, সেটি আদেশ ছিল না, অনুরোধ ছিল।)

সূত্র : খুলাসাতুল ফাতাওয়া: ৪-৩৪০।


আরো সংবাদ



premium cement

সকল