২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

জীবন গড়ার টিপস - ফাইল ছবি

এক. আমরা এমন এক পৃথিবীতে বাস করি যা আরো বেশি লাভ করার আকাক্সক্ষা দ্বারা আচ্ছন্ন। আরো ধন-সম্পদ, খ্যাতি, অর্থ, মনোযোগ, বন্ধু ইত্যাদি। যা কিছু আমাদের আছে তার জন্য কৃতজ্ঞতা জানানোর বিষয় আমরা ভুলে যাই। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছেন তা যদি নিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন তখন অবাক হবেন না!

দুই. আপনি যখন যাত্রা করছেন তখন সর্বশক্তিমানের পরিকল্পনাটি বুঝুন। পথের চ্যালেঞ্জগুলো গ্রহণ করুন। জেনে রাখুন, দুর্ঘটনার ফলে কিছুই হয় না। সবকিছু মহাপরিকল্পকের সাবধানতার সাথে করা পরিকল্পনার অংশ হিসেবে ঘটছে। সুতরাং আপনার পথে পরীক্ষা সামনে এলে বিরক্ত হবেন না। এসব পরীক্ষা সামনে এসেছে একটি নির্দিষ্ট কারণে। এগিয়ে চলা অব্যাহত রাখুন।

তিন. আপনার জীবনকে নিয়ন্ত্রণ করুন। সবসময় প্রবল বাতাসে দুর্বল মোমবাতির মতো হয়ে থাকবেন না। আপনার জীবনকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেবেন না। আপনার যদি মনে হয় আপনি ভুল পথে চলেছেন তবে দ্রুত ফিরে যান। শয়তানকে চাকা হয়ে আপনাকে ঠেলে নিয়ে যেতে দেবেন না। সর্বশক্তিমানের কাছ থেকে আপনার শক্তি প্রার্থনা করুন।


আরো সংবাদ



premium cement