২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জীবন গড়ার টিপস

জীবন গড়ার টিপস - ফাইল ছবি

এক. অব্যাহত বিভ্রান্তি ও ভঙ্গুরতার এই সময়ে সর্বশক্তিমানের সাথে আমাদের সম্পর্কের ওপর ফোকাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফোকাসের অর্থ কেবল আমাদের প্রতিদিনের নামাজেই নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটি প্রসারিত হওয়া উচিত। আপনি শয়তানের কৌশলের শিকার হবেন এমন কোনো বিভ্রান্তিকর জীবনযাত্রার দিকে পা বাড়াবেন না!

দুই. আঘাতপ্রাপ্ত হওয়া অপ্রীতিকর বিষয়। আর তা যদি আপনার খুব কাছের কেউ অথবা আপনি দেখা শুনা করেন এমন কোনো ব্যক্তির দ্বারা হয় তাহলে আরো বেশি কষ্টকর। তবে এটি সত্যিকারভাবে অনিবার্য হয়ে দেখা দেয়। বাস্তবে, এটাই হলো জীবন। এ নিয়ে খুব বেশি ভাববেন না। সর্বশক্তিমান আপনাকে উপশম দেবেন। কেবল তিনিই তা পারেন। আপনার অভ্যন্তরীণ শক্তি সংহত করুন। এগিয়ে যান এবং কষ্ট-ক্লেশের মধ্যেই অগ্রসর হোন!

তিন. অহঙ্কারের খারাপ দিক হলো আপনি সব সময় বিশ্বাস করতে থাকেন যে, আপনি সর্বদা ঠিক আছেন। আপনি এমনভাবে থাকেন যেন চার পাশের সব কিছু জানেন। আত্মবিশ্বাস মানে হলো বিনয়, শান্ত থাকা এবং শোরগোল না করা। আপনি উপকারী জ্ঞানের দ্বারা পরিপূর্ণ থাকবেন এবং আপনি এটি এমনভাবে শেয়ার করবেন যাতে অন্য ব্যক্তি অজ্ঞতা বোধ না করে!


আরো সংবাদ



premium cement