ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ২৭ জানুয়ারি ২০২৩, ২১:৪৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকের গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকা এ ঘটনা ঘটে।
আটক মিজানুর রহমান (৩০) উপজেলার নাওডাঙ্গা গ্রামের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শিমুলবাড়ী এলাকার ফরজ আলীর ছেলে শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে দু’টি মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা প্যাকিং করা অবস্থায় মিজানুরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ আরো জানায়, মিজানুরের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, মিজানুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা