২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডিজেলের মূল্য বৃদ্ধিতে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় ভূরুঙ্গামারীর কৃষকরা

ডিজেলচালিত পাম্প দিয়ে চাষের প্রস্তুতি। - ছবি : নয়া দিগন্ত

ডিজেলের দাম বাড়ে যাওয়ায় চলতি মৌসুমে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরাঞ্চলের কৃষকসহ প্রান্তিক কৃষকরা। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশংকা কৃষকদের। এতে অনেক কৃষক বোরো চাষ কমিয়ে দেবেন।

তবে কৃষি বিভাগ বলছে, কৃষি যান্ত্রিকীকরণ ও পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো (অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রায়িং) পদ্ধতি ব্যবহারে বোরো চাষে কৃষকের সেচ খরচ কমবে।

ভূরুঙ্গামারী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ১৬ হাজার ২১২ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে কৃষকরা ১ হাজার ৮৬টি বৈদ্যুতিক সেচ পাম্প ও ৪ হাজার ৮৫৫টি ডিজেল ইঞ্জিনচালিত সেচপাম্প ব্যবহার করে বোরো চাষ করবেন।

দুধকুমার নদের তীরবর্তী এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, বোরো মৌসুমে চরাঞ্চলের প্রতিবিঘা (৩২ শতাংশ) জমিতে ধান চাষ করতে ডিজেল ইঞ্জিনচালিত সেচপাম্প দিয়ে গড়ে ৪৫ থেকে ৫০ বার সেচ দিতে হয়। সেচ দিতে গড়ে প্রায় ৫০ লিটার ডিজেলের প্রয়োজন হয়। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার বিঘাপ্রতি প্রায় ১ হাজার টাকা বাড়তি খরচ হবে। এতে অনেক কৃষক বোরো চাষ কমিয়ে দেবেন।

পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, দুধকুমার নদের বুকে জেগে ওঠা জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি চলছে। চরের জমিতে সকালে সেচ দিলে বিকেলেই শুকিয়ে যায়। প্রায় প্রতিদিন সেচ দিতে হয়। ধান পাকার পূর্ব পর্যন্ত এক বিঘা জমিতে সেচ দিতে গড়ে ৫০ লিটার ডিজেল লাগে। ডিজেলের দাম বাড়ে যাওয়ায় বিঘাপ্রতি উৎপাদন খরচ ৭৫০ টাকা বেড়ে যাবে।

ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের কৃষক শাহাদত ব্যাপারী জানান, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় জমি চাষ করার খরচ বেড়ে গেছে। আগে মেশিন (পাওয়ার টিলার/ট্রাক্টর) দিয়ে এক বিঘা জমি চাষ করতে ৮০০ টাকা লাগতো। এখন ১ হাজার টাকা লাগছে।

পাওয়ার টিলার মালিক খবিরুল ইসলাম জানান, ডিজেলের দামসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় এক বিঘা জমি চাষ করতে ১ হাজার টাকা নিচ্ছেন পাওয়ার টিলার মালিকরা।

কুড়িগ্রামের মেসার্স সাহা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রিন্টু সাহা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় ডিজেল ৬৫ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৮০ টাকা ৫২ পয়সায় বিক্রি করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কৃষি যান্ত্রিকীকরণ, সেচের পানির অপচয় রোধ ও পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো (অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রায়িং) পদ্ধতি ব্যবহার বোরো চাষের সেচ ব্যয় কমাতে সাহায্য করবে।


আরো সংবাদ



premium cement
যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন

সকল