১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সৈয়দপুরে ধর্ষণে প্রতিবন্ধী ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেফতার

- প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে বিয়ের প্রলোভনে দীর্ঘ দিন ধর্ষণের ফলে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন মানসিক প্রতিবন্ধী এক তরুণী। এখন তাকে বিয়ে করতে অস্বীকার করছেন অভিযুক্ত আবু সালেহ (৫৫)। বাধ্য হয়ে পুলিশকে জানিয়েছে ওই তরুণীর পরিবার। অভিযোগ পেয়ে দাদন ব্যবসায়ী আবু সালেহকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী মাঝাপাড়া গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, মাঝাপাড়ার রিকশাচালকের মানসিক প্রতিবন্ধী মেয়ে পদ্মা (ছদ্মনাম)। মেয়ের মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। পাড়ার একেবারে নির্জন এলাকায় দারিদ্র্য পরিবারটির মাথাগোঁজার ছোট্ট একটি ঘর। মা-বাবা কাজের জন্য বাইরে গেলে মেয়েটি একাই বাড়িতে থাকেন। এই সুযোগে প্রতিবেশী মৃত তছির উদ্দিনের ছেলে দাদন ব্যবসায়ী আবু সালেহ মেয়েটিকে একা পেয়ে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করে আসছেন। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন বিষয়টি পরিবারের লোকজন জানতে পারেন। পদ্মা তার মাকে জানান, আবু সালেহ তাকে বিয়ে করবে বলে শারীরিক সম্পর্ক করেছেন। এরপর মেয়ের বাবা আবু সালেহকে বিয়ের জন্য চাপ দিলে তিনি তা অস্বীকার করেন ও বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান।

পুলিশ জানিয়েছে, এমন পরিস্থিতিতে মেয়েটির মা বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে আবু সালেহকে গ্রেফতার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

অপর দিকে ভিকটিম পদ্মার শারীরিক পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান মুঠোফোনে জানান, মেয়ের মায়ের এজাহারের ভিত্তিতে অভিযুক্ত আবু সালেহকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট আসলে ঘটনার সত্যতা জানা যাবে।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল