০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


রংপুরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

পানিতে ডুবে নিহত দুই শিশু - ছবি নয়া দিগন্ত

রংপুর মহানগরীর হাজিরহাটের গঙ্গাহরি এলাকায় ঘাঘট নদী থেকে বালু তোলার ফলে তেরি হওয়া গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর খালাতো ভাই বোন। এ ঘটনায় শোকাহত এলাকাবাসী।

পুলিশ ও পারিবারের লোকেরা জানান, ওই এলাকার মৃত আব্দুল লতিফের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী লিতু এবং তাদের বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাই গঙ্গাচড়া ডিগ্রি কলেজ এলাকার আরিফ মিয়ার ছেলে ছষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ রোববার দুপুরে আরো দুই মামাতো ভাইকে নিয়ে পাশের ঘাট নদীতে যান। সেখানে বালু তোলার ফলে সৃষ্ট গর্তে গোসল করতে নেমে লিতু ও আব্দুল্লাহ নিখোঁজ হয়। অপর দু’জন উঠে আসতে সক্ষম হয়। তারা বাড়িতে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, মৃত লিথুর বাবা আব্দুল লতিফ স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনিও হার্ড এ্যটাকে মারা গেছেন। লিথুরা দুই বোন এক ভাই। বাড়ির পাশেই নানার বাড়ি। ছোট মামা ফারুকের ভৌভাত অনুষ্ঠান হওয়ার কথা আগামী শুক্রবার। বৌভাতের অংশ নিতে গঙ্গাচড়া থেকে খালাতো ভাই আব্দুল্লাহ আসেন নানা বাড়ি। খালার বাড়ি পাশে হওয়ায় মামাতো-খালাতো ভাই বোন। তারা ঘটনাস্থলে গিয়েছিল গোসল করতে।

হাজিরহাট থানার ওসি (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। লাশ মেডিক্যাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে অবৈধভাবে বালু তোলার ফলেই গভীর গর্ত হয়েছিল। বর্ষায় সেখানে পানি জমেছিল।


আরো সংবাদ



premium cement
চীন যেভাবে মেক্সিকোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য প্রবেশ করাচ্ছে মুলাদীর মেঠোপথে শোভা ছড়ানো সোনাইল আজ বিলুপ্তির পথে জয়পুরহাটে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি যে সব কারণে করের বোঝা বাড়তে পারে আগামী বাজেটে প্রেসিডেন্ট বাইডেনের ‘জেনোফোবিক’ বক্তব্য নিয়ে ভারত-জাপানের আপত্তি আ’লীগ নেতাকে কটুক্তি, ছাত্রলীগ সভাপতিকে শোকজ ইসরাইলের হামলা অব্যাহত রাখার ঘোষণা, গাজার যুদ্ধবিরতি আলোচনা শেষ সোনা পাচার, ‘অপমানিত’ হয়ে পদত্যাগ আফগান কূটনীতিকের

সকল