২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত - প্রতীকী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএসএফ সদস্যর গুলিতে জয়নাল আবেদীন (৪৫) নামের এক বাংলাদেশী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার চোচপাড়া সীমান্তের এ ঘটনা ঘটে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার ৬ নং ননদোয়া ইউনিয়নের জওগা গ্রামের মরহুম সমির উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন ভারতের উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া গ্রামে শশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে গতকাল ভোররাতে চোচপাড়া সীমান্তের ৩৭৯/১ সাব পিলারের কাছ দিয়ে বাড়ি ফেরার পথে ভারতীয় তীলগাঁও ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে এলোপাথারীভাবে কয়েক রাউন্ট গুলি ছুঁড়তে থাকে এতে জয়নাল আবেদীন গুলিবৃদ্ধ হয়ে মাটিতে নুড়িয়ে পড়ে তার লাশ ঘটনাস্থলে পড়ে থাকে। পরে বিএসএফ তার লাশ টেনে হেঁছড়ে ওপারে ক্যাম্পে নিয়ে যায়।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, এলাকাবাসীদের তথ্য মতে পারিবারিকভাবে নিহতের সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে নাগরভিটা বিজিবির কোম্পানী কমাডার সুবেদার মহিউদ্দীন জানান, নিহতের লাশ ভারতীয় নাগরিক বলে জানা গেছে। অপরদিকে এলাকাবাসী নিহতের লাশ বাংলাদেশী বলে জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement