২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আবাসিক হলে ভর্তিচ্ছুকদের থাকার সুযোগ দেয়াসহ তিন দফা দাবি
-

আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুযোগ প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িতদের ভর্তি সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার দাবিতে আজ বুধবার ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক চারঘন্টা অবরোধ করে রাখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবিতে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছাড়াও হল সুপারকে অবরুদ্ধ করে রাখে।

দাবি আদায়ে বুধবার বেলা ১১টায় প্রথমে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাসেল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা দুপুর ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কুড়িগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকেল চারটায় শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্টের অধ্যাপক শাহীনুর রহমান সেখানে গেলে শিক্ষার্থীরা তাকে অবরোধ করে রাখে। পরে তিনি দাবি-দাওয়া মেনে নিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

অবরোধের সময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুযোগ প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িতদের ভর্তি সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। এই তিনটি দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতিশ্রুতি না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, এটি ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। এখন যদি সিদ্ধান্ত পরিবর্তন করা লাগে তাহলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিকে আবার বসতে হবে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। আমরা আলোচনায় বসেছি। এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল