১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


রংপুরে মিনি ক্যাসিনো থেকে শিক্ষক-কর্মকর্তাসহ গ্রেফতার ১২

-

রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড পানপট্টিতে মিনি ক্যাসিনোর জুয়ার আসর থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা, কলেজের প্রভাষক ও খাদ্যগুদাম কর্মকর্তাসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কাউনিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলেন- কাউনিয়া উপজেলার তালুক সাহবাজ গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার তারিকুল ইসলাম (৪৩), রংপুর মহানগরীর আলমনগরের আব্দুর রহমানের পুত্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার আব্দুর রহিম (৪০), কাউনিয়ার নিজপাড়া গ্রামের মৃত সফর উদ্দিনের পুত্র কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক হুমায়ন কবির তারা (৪০), একই গ্রামের রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হাকিমের পুত্র নীলফামারীর ডোমার উপজেলার খাদ্যগুদাম কর্মকর্তা এনামুল হক (৪২), নিরশ চন্দ্রের পুত্র নিরঞ্জন চন্দ্র (৩৫), হলদি বাড়ী গ্রামের নগেন চন্দ্র দেবনাথের পুত্র অমল চন্দ্র দেবনাথ (৩৮), ময়েন উদ্দিনের পুত্র মোফাজ্জল হোসেন (৪২), মৃত শফিকুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম (৩৮), সাহাবাজ গ্রামের মৃত নৈইমুদ্দিনের পুত্র আব্দুল গফুর (৫০), তালুক সাহাবাজ গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র আফাজুল ইসলাম (৪৫), নুরুল হকের পুত্র আতাউর রহমান শাহীন (৪৮) এবং হরিশ্বর গ্রামের মৃত আব্দুর কুদ্দুস মিয়ার পুত্র মমিনুল ইসলাম (৪০)।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, উপজেলার বাসস্ট্যান্ড পানপট্টিতে হুমায়ন কবির তারার টিনের চালায় সঙ্গোপনে দীর্ঘদিন এই চক্রটি জুয়ার আসর বসিয়ে খেলছিল। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি জানান, তাদের কাছে থেকে আরো কিছু তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement
আবারো ভারতের নির্বাচন তাপপ্রবাহের মুখে, সতর্ক করল আবহাওয়া ব্যুরো সব বন্দীকে ফিরিয়ে আনব : নেতানিয়াহু বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু বোরোর ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী আত্মরক্ষার অধিকার বৈধতা দেয় না গণহত্যাকে চার বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী সার্বিয়া ডিমের ডজন ১৫০ ছাড়িয়েছে, নাগালে আসছে না মাছ ও সবজি যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না : মার্কিন উপ-মুখপাত্র শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

সকল