১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


নাশকতার মামলায় জড়ানোয় মানসিক রোগে আক্রান্ত হয়ে জামায়াতকর্মীর মৃত্যুর অভিযোগ

মরহুম মাওলানা আব্দুর রহিম - ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় নাশকতার মামলায় আসামি করার কারণে মানসিক রোগে আক্রান্ত হয়ে মাওলানা মো: আব্দুর রহিম মিয়া (৫০) নামে এক জামায়াতকর্মী মারা গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

উপজেলার পবিত্রঝাড় (ফড়িঙ্গাপাড়া) এলাকার মৃত কাফাতুল্লার ছেলে আব্দুর রহিম মিয়া রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মাওলানা আব্দুর রহিমের বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগের পীরগাছা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: আ: রশিদ মিয়া নয়া দিগন্তকে বলেন, ‘আমার স্নেহের ছোট ভাই মাওলানা মো: আব্দুর রহিম মিয়া খুবই ভালো মানুষ ছিলো। সে এলাকার একটি মসজিদের ইমামতী করেছে। এলাকার সবার স্নেহের পাত্র ছিলো। তবে তার প্রধান অপরাধ ছিল, সে জামায়াতের কর্মী ছিলো। এই অপরাধের কারণে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাকর্মী নাশকতার মামলার চার্জশিটে আমার ভাইয়ের নাম দেয়, যা সম্পূর্ণ ভাবে জুলুম করা হয়েছে। এ মামলার কারণে অনেকেই তাকে মানসিক চাপে ফেলেন। ফলে সে হঠাৎ করে মানসিক রোগীতে পরিণত হয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমরা আব্দুর রহিম মিয়ার সুস্থতার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করার পরে রোববার সন্ধ্যায় সে মারা যায়। এবং ওই দিন রাতে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আসামি হওয়ার পরে আমি নিজেই উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করার পরেও আমার স্নেহের ভাইটির নামে অন্যায় ভাবে করা মামলা থেকে অব্যাহতি করতে পারি নাই, যা খুবই দুঃখজনক।’

মাওলানা মো: আব্দুর রহিম মিয়ার মৃত্যুতে রংপুর জেলা জামায়াত আমীর মাওলানা এ.টি.এম আজম খান শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজা মাওলানা আজম খান নিজেই পড়ান।


আরো সংবাদ



premium cement
অগ্রাধিকার পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ও আঞ্চলিক নিরাপত্তা ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরো একজনের মৃত্যু এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!

সকল