১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বাড়ির মালিকের পাতা ফাঁদে শিশুসহ নিহত ৩

বাড়ির মালিকের পাতা ফাঁদে শিশুসহ নিহত ৩ - নয়া দিগন্ত

রংপুর মহানগরীর চারতলা মোড় বনানীপাড়ায় বাড়ির মালিকের চোর ঠেকানো ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বাড়িতে বসবাসরত ভাড়াটিয়া পরিবারের দুই সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটায় লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠায় পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন জানান, নগরীর বনানীপাড়ায় সৈয়দ আলীর দোতলা বাড়িতে ভাড়া থাকতেন চাকরিজীবী রুবেল ইসলামের পরিবার। ওই বাড়িতে বেশ কয়েকবার চুরি হওয়ায় বাড়ির মালিক সৈয়দ আলী বাড়ির ছাদে জিআই তারে ফাঁদ তৈরি করে রাখেন।

সেখানে শুক্রবার দুপুরে ভাড়াটিয়া তানিয়া আকতার (২৫) তার শিশুকন্যা তাজনিয়াকে (৭) নিয়ে কাপড় শুকানোর জন্য ছাদের উপরে গিয়ে ফাঁদ পেতে রাখা বৈদ্যুতিক জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাদের চিৎকারে ছুটে গিয়ে তানিয়ার মা বৃদ্ধা তাজমহলও (৬০) বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসি বাড়ির মালিক সৈয়দ আলীকে আটকে রেখে পুরো বাড়ি ঘিরে রাখে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নেয়া হবে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, চোর ধরতে এভাবে মানুষ মারার ফাঁদ পেতে রাখা অন্যায়। চুরি ঠেকানোর জন্য বাড়ির মালিকের তৈরি করা ফাঁদে ভাড়াটিয়াদের জীবন দিতে হলো। এটি দুঃখজনক ঘটনা। সুষ্ঠু তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
অগ্রাধিকার পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ও আঞ্চলিক নিরাপত্তা ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরো একজনের মৃত্যু এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!

সকল