১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


নিজ হাতে বঙ্গবন্ধুর ম্যুরাল পরিষ্কার করলেন সিনিয়র এএসপি

নিজ হাতে বঙ্গবন্ধুর ম্যুরাল পরিষ্কার করছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার - নয়া দিগন্ত

জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী। সকাল হতে না হতেই ফুল হাতে অনেক আগ্রহ ও উছ্বাস নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার। কিন্তু কাঙ্ক্ষিত স্থানে পৌছে দেখেন বঙ্গবন্ধুর ম্যুরাল হয়ে আছে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন। আর তাই বাধ্য হয়ে নিজেই ঝাড়ু হাতে ম্যুরাল পরিষ্কারে নেমে পড়েন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার।

রোববার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরের ঢাকা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার। এতে তিনি বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার জন্য গেলাম ঢাকা মোড়ে। তখনও সবাই এসে পৌঁছায়নি। সেখানে গিয়ে যা দেখলাম তাতে সত্যি সত্যি আমার চোখে পানি চলে আসলো। আজ বঙ্গবন্ধুর জন্মদিন একটু পরে এখানে সবাই ফুল ফুল দিবে কিন্তু এখন পর্যন্ত কেউ একটু পরিষ্কারও করেনি। ময়লার স্তুপে ঢেকে আছে তখনও বঙ্গবন্ধুর প্রতিকৃতি। যাদের পরিষ্কার করার কথা তাদের কাউকেই ফোন করে পেলাম না। অবশেষে পাশের ফলের দোকান থেকে ঝাড়ু, আমার পকেটে থাকা রুমাল, গাড়ীতে থাকা গামছা নিয়ে নিজেই নেমে পড়লাম পরিচ্ছন্নতা অভিযানে। আমার দেখাদেখি আমার থানার পুলিশও হাত বাড়ালো। মুহুর্তের মধ্যে পরিষ্কার করে ফেললাম সকল ময়লা, ঠিক এভাবেই যদি জাতির সকল আবর্জনা যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদেরকে নির্মূল করে দিতে পারতাম সেটা হতো তোমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার।’


আরো সংবাদ



premium cement
১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ প্রাথমিকের শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ গোয়ালন্দে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, ৪ জনের যাবজ্জীবন অর্থনৈতিক অব্যবস্থাপনা ও বিদেশে অর্থ পাচারে জামায়াতের উদ্বেগ বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে : মির্জা ফখরুল কুড়িলে রাস্তা আটকে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট অলরাউন্ডার তালিকায় যৌথভাবে শীর্ষে সাকিব ও হাসারাঙ্গা ‘ব্যাংক খাতে আড়তদার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক’ রাজশাহীতে বাগান থেকে গুটি আম নামানো শুরু রাজশাহীতে সেলসম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগে ২ জনের মৃত্যুদণ্ড জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী

সকল