০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


নীলফামারীতে জামায়াতে শিবিরের ৪৩ জন আটক

-

নীলফামারী সদর ও ডিমলা উপজেলায় পৃথক অভিযানে ৯ মহিলা জামায়াত কর্মীসহ ৪৩ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলা সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাট ডিগ্রি কলেজে দ্বিতল ভবন হতে ৩৪ জন ও বৃহস্পতিবার রাতে ডিমলা উপজেলা সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এক মাদ্রাসা শিক্ষকের বাড়ি হতে ৯ মহিলা জামায়াতের কর্মীকে আটক করা হয়।

নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম মোমিন জানান, শুক্রবার জুম্মার নামাজের পর রামনগর ইউনিয়নের চাঁদের হাট ডিগ্রি কলেজের দ্বিতল ভবনের একটি কাশ রুমে মর্ডান হারবাল ফুড লিমিটেডের কর্মী বৈঠকের নামে জামায়াত শিবিরে গোপন বৈঠক চলছিল। সেখানে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নীলফামারী জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারী ও চাঁদেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক আবু হেলাল (৫৫) ও তার ছেলে শিবিরকর্মী জাকারিয়া (২৮) এবং রামনগর ইউনিয়ন জামায়াতের আমির কামরুজ্জামান রয়েছে। ওসি জানান বাকী আটককৃতরা জেলার বিভিন্ন এলাকার জামায়াত শিবির কর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

অপর দিকে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের ডিমলা নিজপাড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আবু তালেবের বাড়িতে মহিলা জামায়াতের একটি দল বৃহস্পতিবার রাতে গোপন বৈঠক করছিল। এ সময় সেখানে অভিযান চালিয়ে ৯ জন মহিলা জামায়াত কর্মীকে আটক করা হয়। এরা হলো ওই এলাকার মৃত ইয়াফিল আলীর স্ত্রী সফুরা বেগম (৬০), মৃত আজগর আলীর স্ত্রী সহিদা বেগম (৬০),নাছির উদ্দিনের স্ত্রী শেফালী বেগম (৪২), মশিউর রহমানের স্ত্রী হাজেরা খাতুন (৬০), মৃত আব্দুল আজিজের স্ত্রীর নুরন্নাহার বেগম (৫৭), আতাউর রহমান বাবুর স্ত্রী নাজমুন নাহার (৩২),মমিনুর রহমানের স্ত্রী লাইলী বেগম (৩৬),রাশেদুল ইসলামের স্ত্রী রুমী বেগম(৪৬) ও মোসলেম উদ্দিনের স্ত্রী তহমিনা (৪৫)।

ওসি জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঘিওরে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক

সকল