১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


দিনাজপুরে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ

-

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে আওয়ামী লীগের দুইগ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। এসময় বীরগঞ্জ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, সংসদ সদস্য ও বীরগঞ্জের দুই আওয়ামী লীগ নেতাকে কেন্দ্র থেকে শোকজ করার পরও প্রধানমন্ত্রীর নির্দেশনাকে অমান্য করে পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করেছেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার অনুসারীরা। রোববার বিকেল ৩ টার দিকে বীরগঞ্জে আওয়ামী লীগের দুটি অংশের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করে। বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভক্ত হয়ে দুইজন দুই দিকে অবস্থান নিয়েছে।

দলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় সরকারের ১০ বছরের উন্নয়ন ও সাফল্য তুলে ধরার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন পরিষদ বিকেল ৩টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ডাকে। সমাবেশে সভাপত্বি করেন মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক কালিপদ রায়। এদিকে একই সময় একই বিষয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আহ্বান করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবু হুসাইন বিপু।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য নূর ইসলাম নূর বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন পরিষদ সরকারের ১০ বছরের উন্নয়ন ও সাফল্য তুলে ধরার জন্যই সমাবেশ আহ্বান করা হয়। সংসদ সদস্যের বিরোধী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবু হুসাইন বিপু প্রতিহিংসা পরায়ণ হয়ে একই সময় পাশাপাশি স্থানে আওয়ামী লীগ অফিসের ভেতরে সমাবেশ ডেকেছেন। যা প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তারা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে অমান্য করছেন। যা দলের মধ্যে শৃঙ্খলা নষ্ট করছেন। তাছাড়া তাদেরকে সমাবেশের জন্য প্রশাসন কোনো অনুমতি দেয়নি।


আরো সংবাদ



premium cement
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি

সকল