১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বদরগঞ্জে রুহুল হত্যার রহস্য উদঘাটন : গ্রেফতার ২

-

মহাজনের কাছে নেয়া সুদের লভ্যাংশের টাকা দেয়া না দেয়া নিয়ে বিরোধে জেরে খুন হয়েছিলেন রংপুরের বদরগঞ্জের মহাজন রুহুল আমিন। মোবাইল ফোনে ডেকে নিয়ে টিউবওয়েলের লোহার হ্যান্ডেল দিয়ে পিটিয়ে হত্যাকরে কালভার্টের নিচে ফেলে দেয়া হয়েছিল।
অনুসন্ধান শেষে এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন-পিবিআইয়ের এই হত্যাকান্ডের ক্লু উদ্ধার করলো।
পিবিআই রংপুর অফিসে সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ্ কাওছার পিপিএম জানান, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলওয়ে কলোনীর বাসিন্দা রুহুল আমিন গত মাসের ৭ জুন বিকেলে বাসা থেকে ভ্যান নিয়ে বের হয়।
পরের দিন রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর বকশিগঞ্জ ঈদগাঁহ মাঠ সংলগ্ন অবসর নামক স্থানে কালভার্টের নিচ তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা খলিলুর রহমান বাদি হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ প্রাথমিকভাবে সেটি তদন্ত শুরু করে।
পরে পিবিআই রংপুর স্ব-উদ্যোগে ক্লু-লেস এই হত্যা মামলার রহস্য উদঘাটনে মাঠে নামেন। অনুসন্ধানে নিশ্চিত হয়ে রোববার রাতে পার্বতীপুরের দুর্গাপুর এলাকা থেকে রুকু পারভেজ (২০) ও রেজওয়ান (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করে।
পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করেন। এসময় ওই দুই যুবকের কাছ থেকে নিহত রুহুল আমিনের ব্যবহৃত সিমসহ একটি মোবাইল ফোন উদ্ধার হয়। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করার কথা স্বীকার করে গ্রেফতারকৃতরা। হ্যান্ডেলটি বদরগঞ্জেরবিষ্ণপুরের ভাংড়ির দোকান শাহিনুরের দোকান থেকে ক্রয় করেছিল তারা।
পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা এসআই সামিউল আলম বলেন, রুহুলের কাছ থেকে নেয়া সুদের টাকা পরিশোধ না পেরে উল্টো ভ্যান ও ব্যাটারি কেড়ে নিতেই পরিকল্পিতভাবে ওই ভ্যানচালককে হত্যা করা হয়।


আরো সংবাদ



premium cement
ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার

সকল